বদলেছে আবহাওয়া, বদলেছেন মুস্তাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ছন্দে ছিলেন না মুস্তাফিজুর রহমান। বল হাতে দুই উইকেট নিয়েও খরুচে বোলিং করেছিলেন তিনি। কিন্তু সোমবার উইন্ডিজদের বিপক্ষে বল হাতে ছন্দে ফেরার পাশাপাশি ৪ উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। বাংলাদেশ দলকে ফাইনালে নিয়ে যেতে অবদান রাখা এই পেসার জানিয়েছেন, আবহাওয়া বদলে যাওয়ার কারণেই পারফর্মেন্সে উন্নতি হয়েছে।
আয়ারল্যান্ড এবং বাংলাদেশের আবাহাওয়ার মধ্যে পার্থক্য আকাশ পাতাল। সেখানে অনেক ঠাণ্ডা হওয়ার কারণে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল বাংলাদেশের ক্রিকেটারদের, স্বীকার করেছেন মুস্তাফিজ নিজেই।

তবে সোমবারের ম্যাচ চলাকালীন সময় আকাশে রোদ থাকায় বোলিং করতে কষ্ট হয় নি। যেকারণে এমন পারফর্ম করতে পেরেছেন মুস্তাফিজ। তাঁর ভাষায়,
'আমি চেষ্টা করেছি। আমাদের দেশে গরম, এখানে ঠাণ্ডা। ঠাণ্ডায় আমার কষ্ট হয় খুব। আমাদের দেশে ৩২-৩৩ ডিগ্রিতে খেলে এসেছি। এখানে ৭-৮ ডিগ্রি। একটু তো কঠিনই। আস্তে আস্তে ঠিক হচ্ছে। এখন গরম হচ্ছে একটু।'
৪ উইকেট তুলে নিয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন মুস্তাফিজ, যা সামনের বিশ্বকাপেও কাজে আসবে বলে মনে করছেন তিনি।
'ভালো করলে আত্মবিশ্বাস সবসময় ভালো থাকারই কথা। প্রথম ম্যাচটা ভালো হয়নি, এটা ভালো হলো। বিশ্বকাপ আছে সামনে। চেষ্টা করব ধারাবাহিকতা ধরে রাখতে।' বলেছেন মুস্তাফিজ