promotional_ad

ওয়াকারের খুব কাছে মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনিসের খুব কাছাকাছি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় ওয়াকারের ঠিক পরেই আছেন মাশরাফি।


সোমবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে দশ ওভার করে ৬০ রান খরচায় তিন উইকেট তুলে নিয়েছেন মাশরাফি।



promotional_ad

আর তিন উইকেট নিয়ে ওয়াকার ইউনিসের খুব কাছে পৌঁছে গিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে খেলা ৭৫ ম্যাচে মাশরাফির উইকেটসংখ্যা এখন ৭৬ টি।


তালিকায় মাশরাফির উপরে থাকা ওয়াকার অধিনায়ক হিসেবে ৬২ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯৭ টি। অধিনায়কদের কৃতিত্বের এই তালিকায় মাশরাফির অবস্থান পাঁচে।


তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের ওয়াসিম আকরাম ১০৯ ম্যাচে অধিনায়ক হিসেবে খেলে নিয়েছেন ১৫৮ টি উইকেট। ৯৭ ম্যাচে দক্ষিণ আফ্রিকার শন পোলক নিয়েছেন ১৩৪ টি উইকেট।



তিন নম্বরে আছেন আরেক পাকিস্তানি কিংবদন্তী ইমরান খান। ১৩৯ টি ম্যাচ অধিনায়ক হিসেবে খেলে ১৩১ টি উইকেট নিয়েছেন তিনি। 


এদিকে সোমবারের ম্যাচে তিন উইকেট নেওয়ার পথে কিউই কিংবদন্তী ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরিকে ছাড়িয়ে গিয়েছেন মাশরাফি। অধিনায়ক হিসেবে ৮২ ম্যাচে ৯৫ উইকেট ছিল ভেট্টোরির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball