সাইফুদ্দিনের চোট, অভিষেক হতে পারে রাহির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে অভিষেক হতে পারে পেসার আবু জায়েদ রাহির। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন চোট পাওয়ার সুযোগ পেতে পারেন তিনি।
বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবিদিন নান্নু বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। তিনি জানান, 'আমার মনে হয় না সাইফুদ্দিন একাদশে থাকবে কারণ তাঁর হালকা চোট রয়েছে। মূলত ঠাণ্ডার কারণে এমন সমস্যা হচ্ছে। '

ম্যাচের আগে অনুশীলন করার সময় কোমরে টান লেগেছে এই সাইফের। ম্যাচের আগে ফিজিওর সাথে আলাপ আলোচনার পর আর অনুশীলন করেন নি তিনি।
তবে এখনও পর্যন্ত তাঁর চোট গুরুতর কিনা সেটা জানা যায় নি। তাঁকে ফিট করে তুলতেই এই ম্যাচে খেলানো হচ্ছে না। পরবর্তী ম্যাচের আগ পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন তিনি।
যেকারণে টিম ম্যানেজম্যান্ট সুযোগ পেয়েছে রাহিকে বিশ্বকাপের আগে একবার পরখ করে দেখার। তাই তো অভিজ্ঞ রুবেল হোসেনের কথা না ভেবে রাহিকে নিয়ে চিন্তাভাবনা করছেন তাঁরা।
সাইফুদ্দিনের ইনজুরির কারনেই উইনিং কম্বিনেশন ভাঙ্গতে বাধ্য হয়েছে বাংলাদেশ। এই একটি পরিবর্তন ছাড়া আর কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই দলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান।