promotional_ad

শুধুই টেস্ট বোলার হয়ে থাকতে চাননি মিরাজ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


২০১৬ সালে টেস্ট অভিষেকেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ১৯  উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর ওয়ানডে অভিষেক হলেও দলে নিয়মিত হতে পারছিলেন না। অনেকেই তাকে টেস্টের বোলার হিসেবে বিবেচনা করছিলেন। তবে শুধুমাত্র টেস্ট বোলার হয়ে থাকতে চাননি মিরাজ।


ওয়ানডে দলে নিয়মিত হতে পরামর্শ নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারও। মাশরাফি তাকে বোলিংয়ের বেসিসটা ঠিক রেখে রান কম দিয়ে বোলিং করার উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ মেনেই গত বেশ কয়েকটি সিরিজ ধরে ওয়ানডে দলে নিয়মিত মিরাজ। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মিরাজ বলেছেন,



promotional_ad

'এখন আমি ওয়ানডে খেলছি কেন? রান কম দিচ্ছি বলেই। গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিয়মিত খেলছি। তার আগে কিন্তু ওয়ানডে দলে অনিয়মিত ছিলাম। সবাই বলছিল, মিরাজ টেস্টের বোলার। কিন্তু আমি শুধু টেস্টের বোলার হয়ে থাকতে চাইনি। ভেবেছি কি করা যায়। মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, ‘তোর বোলিংয়ের যা ধরন, বেসিকটা ঠিক রেখে রান কম দেওয়ার বোলিং করতে হবে ওয়ানডেতে। সেটা পারলে একাদশে জায়গা পাবি।’ ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সেটা করেই কিন্তু মোটামুটি নিয়মিত খেলছি।'


নিজের বোলিংয়ের ভিতটা আগে শক্ত করতে চান মিরাজ। এরপর নিজের ভান্ডারে বিভিন্ন অস্ত্র যোগ করতে চান। প্রথাগত অফ স্পিনার হয়েও কতটা ভয়ঙ্কর হয়ে ওঠা যায় এর উদাহরণ টানতে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও স্বদেশী সাকিব আল হাসানের নাম নিয়েছেন মিরাজ।


'অশ্বিনের কথাই ধরুন। একসময় কিন্তু প্রথাগত অফ স্পিনারই ছিলেন। পরে অভিজ্ঞ হয়ে আস্তে আস্তে ক্যারম বল বা অনেক কিছু যোগ করছেন। কিংবা সাকিব ভাই, উনারা এত অভিজ্ঞ যে নতুন কিছু করতে পারেন। আমি আগে বেসিক শক্তিশালী করতে চাই। ভালো জায়গায় বল করা, রান কম দেওয়া, প্রয়োজনের সময় উইকেট নেওয়া। যখন এসব খুব ভালো পারব, মাথায় পুরো গেঁথে যাবে, তখন নতুন কিছু নিজেই বের করতে পারব। এই মূহুর্তে অনেক কিছু চেষ্টা করতে গেলে মূল ব্যাপারটি হারিয়ে যেতে পারে। দলের পরিকল্পনাও ভেস্তে যেতে পারে।'



আপাতত ইকোনোমি ঠিক রেখে বোলিং করার দিকেই জোড় দিচ্ছেন মিরাজ। তাই এখনই বিশেষ কিছু চেষ্টা করছেন না। অন্য কিছু চেষ্টা করতে গিয়ে বেশি রান দিয়ে ফেললে তাঁর দলে থাকাই কষ্টকর হয়ে যাবে। সেটা বেশ ভালো করেই জানেন মিরাজ।


'ওয়ানডেতে আমার ইকোনোমি কিন্তু ভালো। আমি আপাতত ওখানেই জোর দিচ্ছি। আমি যদি নানান কিছু চেষ্টা করতে গিয়ে রান বেশি দিয়ে ফেলি, অধিনায়ক বা দল কিন্তু আমাকে রাখবে না। তারা আমার কাছে মিতব্যয়ী বোলিং চায়। ৭০ রান দিয়ে ৩ উইকেট আমার কাছে চায় না। এভাবে যদি আমি নিয়মিত খেলতে পারি, জায়গা শক্ত করতে পারি, যখন একটা পজিশন হবে দলে, ভিত শক্ত হবে, তখন নিজেই অনেক কিছু বের করার চেষ্টা করব। নতুন কিছুর কথা ভাবব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball