বিশ্বকাপের আগে মধুর সমস্যায় ইয়ন মরগান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দল নিয়ে মধুর সমস্যার মধ্যে পড়েছেন ইংল্যান্ডের ওয়ানডে দলপতি ইয়ন মরগান। বিশ্বকাপে কোন ১৫ জন ক্রিকেটারকে নিয়ে যাবেন সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তিনি।
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল আগেই ঘোষণা করেছিল ইংল্যান্ড। যেখানে জায়গা পান নি জোফরা আর্চার। তবে পাকিস্তান এবং আয়ারল্যান্ড সিরিজে ইংলিশদের ১৭ জনের দলে আছেন তিনি।

এই সিরিজ দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারেন আর্চার। অভিষেকের পর বল হাতে আলো ছড়ালেও পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাঁকে একাদশের বাইরে রেখেছিল ইংল্যান্ড।
তাঁর জায়গায় খেলেছেন পেসার ডেভিড উইলি। তাই কোন ১৫জনকে নিয়ে শেষ পর্যন্ত মাঠে নামবেন মরগান সেটা নিয়ে আছেন মধুর সমস্যায়। কয়েকজনকে যে নিরুপায় হয়ে বাদ দিতে হচ্ছে তেমন খবরটি দুঃখের সঙ্গে জানাচ্ছেন ইংলিশ দলপতি,
'দুর্ভাগ্যবশত ১৭ জনের দল থেকে বাদ পড়বে। আর এই সিদ্ধান্তটা নিতে গিয়ে জটিল পরিস্থিতির মুখে পড়তে হবে। ওরা সবাই এখন দলে জায়গা পেতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। ঠিক শেষ তিন বছরে আমাদের ব্যাটিং ইউনিটের মতো।’
বিশ্বকাপ স্কোয়াডে যে কোন একজনের অন্তর্ভুক্তিতে কপাল পোড়ার জোর সম্ভাবনা রয়েছে ক্রিস জর্ডান ও টম কারানের। এই দুজনকে এখনও কোন ম্যাচে মাঠে নামায় নি ইংলিশরা। মরগান আরও জানান,
‘শেষ চার বছর ধরে ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেট চাপের মাঝেও ভালো সাড়া দিয়েছে। তাদের যাই করতে বলা হয়েছে ভালো করে করেছে। তবে সে তুলনায় প্রশংসা হয়তো পাচ্ছে না।’