বাটলারের বিধ্বংসী সেঞ্চুরিতে এগিয়ে গেল ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জশ বাটলারের বিধ্বংসী সেঞ্চুরিতে সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১২ রানে হারিয়েছে ইংল্যান্ড। হাই স্কোরিং ম্যাচটি জিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
টসে হেরে আগে ব্যাট করে এদিনে ইংল্যান্ড করেছে ৫০ ওভারে তিন উইকেটে ৩৭৩ রান। ২১১ রানে তিন উইকেট যাওয়ার পর অধিনায়ক ইয়ন মরগানের সঙ্গে ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন বাটলার।
৫০ বলে সেঞ্চুরির করার পর শেষ পর্যন্ত ৫৫ বলে ১১০* রান করেন তিনি। ইনিংসে ছিল ছয়টি চার ও নয়টি ছক্কার মার। সঙ্গী মরগান করেন ৪৮ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৭১* রান।

এর আগে শুরুটাও দারুণ হয়েছে ইংল্যান্ডের উদ্বোধনী জুটিতে দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো তোলেন ১১৫ রান। রয় করেন ৮৭ রান, বেয়ারস্টোর ব্যাটে আসে ৫১ রান।
তিনে নামা জো রুটও খেলেছেন ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি এবং ইয়াসির শাহ।
বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ খেলেছে পাকিস্তানও। দলীয় ৯২ রানে ইমাম উল হক (৩৫) ফিরে গেলে উদ্বোধনী জুটি ভাঙে তাঁদের। এরপর ১৩৫ রানের জুটি গড়েন ফখর জামান এবং বাবর আজম।
১২ টি চার ও চারটি ছক্কায় ১০৬ বলে ১৩৮ রান করে ফিরেন ফখর। একটু পর বাবর ফিরেন ৫১ রানে। এরপর হারিস সোহেল (১৪) দ্রুত ফিরলে আসিফ আলি ও অধিনায়ক বাবর আজমের ব্যাটে স্বপ্ন দেখে পাকিস্তান।
কিন্তু সেই স্বপ্ন পূরন হতে দেননি ইংলিশ পেসাররা। আসিফ ৫১ রানে ফিরলেও সরফরাজ শেষ পর্যন্ত থাকেন ৪১* রান নিয়ে। ক্রমশ রান রেট বাড়তে থাকায় হেরে যায় পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট নেন ডেভিড উইলি এবং লিয়াম প্ল্য্যাঙ্কেট।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ইংল্যান্ডঃ- ৩৭৩/৩ (৫০ ওভার)
(বাটলার ১১০*, রয় ৮৭; আফ্রিদি ১/৮০)
পাকিস্তানঃ- ৩৬১/৭ (৫০ ওভার)
(ফখর ১৩৮, আসিফ ৫১; উইলি ২/৫৭)