promotional_ad

শেষ ওভারে খরুচে বোলিং জাহানারার

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জয়পুরে ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জে খেলতে নেমেছে মিতালি রাজ- জাহানারা আলমের ভেলোসিটি এবং হারমানপ্রিত করের সুপারনোভাস। ভেলোসিটির ছুঁড়ে দেওয়া ১২২ রানের লক্ষ্যে ব্যাট করছে সুপারনোভাস।


শেষ খবর পাওয়া পর্যন্ত সুপারনোভাসের সংগ্রহ ১৭ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৯৭ রান। ম্যাচ জিততে ১৮ বলে ২৫ রান প্রয়োজন সুপারনোভাসের। উইকেটে আছেন অধিনায়ক হারমানপ্রিত কর (২৬ বলে ৩৪*)। 


বাংলাদেশি পেসার জাহানারা আলম তাঁর চার ওভার সম্পন্ন করেছেন। নিয়েছেন দুই উইকেট।



promotional_ad

নিজের দ্বিতীয় ওভারে নাটালাই স্কাইভারকে (২) বোল্ড করে ফিরিয়েছেন তিনি। এরপর নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে তিন রান করা সোফি ডিভাইনকেও বোল্ড করে ফিরিয়েছেন জাহানারা। 


প্রথম ওভারে এক রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে জাহানারা দিয়েছেন চার রান। তৃতীয় ওভারে তিনি দিয়েছেন তিন রান। শেষ ওভারে হারমানপ্রিত করের সামনে কিছুটা খরুচে (১৩ রান) ছিলেন তিনি। সবমিলিয়ে চার ওভারে ২১ রান খরচায় দুই উইকেট নিয়েছেন জাহানারা।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২১ রান করেছে ভেলোসিটি। সুষমা বার্মা ও অ্যামিলা করের দায়িত্বশীল ব্যাটিংয়ে এমন লক্ষ্য পেয়েছে দলটি।


দলীয় ৩৭ রানেই পাঁচ উইকেট হারায় ভেলোসিটি এরপরে ৭১ রানের জুটি গড়েন সুষমা ও অ্যামিলা। অ্যামিলা ৩৮ বলে ৩৬ রান করে ফেরেন। সুষমা করেন ৩২ বলে অপরাজিত ৪০ রান।



সুপারনোভাসের হয়ে ২১ রান খরচায় দুটি উইকেট নেন লি তাহুহু।


সুপারনোভাসঃ- প্রিয়া পুনিয়া, চামারি আতাপাত্তু, জেমিমাহ রডরিগুয়েজ, হারমানপ্রিত কর (অধিনায়ক), নাটালাই স্কাইভার, সোফি ডিভাইন, লি তাহুহু, তানিয়া ভাটিয়া, অনুজা পাতিল, পুনম যাদব, রাধা যাদব।


ভেলোসিটিঃ- হাইলি ম্যাথিউস, শেফালী ভার্মা, ড্যানিয়েল ওয়াট, মিতালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণমূর্তি, সুষমা বার্মা, শিখা পান্ডে, জাহানারা আলম, অ্যামিলা কর, কমাল জানজাদ, একতা বিস্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball