promotional_ad

অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন জুলাইয়ের শ্রীলঙ্কা সফর বাতিল করেছে। মূলত নিরাপত্তা হুমকির কারণেই আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ দল।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন , বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়। শুধু বাংলাদেশ দল নয় কোনো দলই এখন শ্রীলঙ্কা সফরে যাবে না বলে বিশ্বাস তাঁর।



promotional_ad

'শ্রীলঙ্কা নিয়ে সমস্যা একটাই ওদের দেশের যে পরিস্থিতি তাতে আমাদের দল এখন যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এটা দেখছি। আমরাদের তাদের সাথে যে পরিকল্পনা ছিল। যে টিম যাওয়ার কথা ছিল, জুনিয়ের টিম সিনিয়র টিম এখন আবার দাওয়াত দিয়েছে। ওরা শ্রীলঙ্কা ক্রিকেট লিগ চালু করবে দাওয়াত দিয়েছে, সব কিছুই চলছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এখন পরিস্থিতি যা তাদের এখন যাওয়ার মতো কোনো পরিস্তিতি নেই। শুধু বাংলাদেশ না মনে হয় না কোনো দলই ওখানে খেলবে।'


শ্রীলঙ্কার প্রেসিডেন্টও কিছুদিন আগে জানিয়েছে আবারও হামলার সম্ভাবনা আছে শ্রীলঙ্কায়। পরিস্থিতি শান্ত হলে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে আবারও ভেবে দেখবে বিসিবি। এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান।


'এটার চেয়ে বড় কথা হচ্ছে ওদের দেশ থেকে স্বয়ং প্রেসিডেন্ট এখনও বলছে ওদের এখানে আবারও হামলা হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ওরাই বলছে হামলা হওয়ার সম্ভাবনা আছে কাজেই এ মূহুর্তে সফরে যাওয়ার সম্ভাবনা নেই। যদি পরিস্থিতি সব শান্ত হয় এবং তারা যদি আশ্বস্ত করে সব ঠিক আছে আমাদের সিকিউরিটি যদি ছাড়পত্র দেয়। তাহলে চিন্তা করে দেখবো।'



উল্লেখ্য, আগামী জুলাইয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা সফরের কথা ছিল বাংলাদেশ দলের। তবে গত ২২ এপ্রিল ইস্টার সানডে চলাকালীন শ্রীলঙ্কায় কয়েক দফা বোমা হামলার কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball