কাউন্টি থেকে নাম প্রত্যাহার করলেন রিচার্ডসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাউন্টি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অজি ক্রিকেটার কেন রিচার্ডসন। আসন্ন মৌসুমে ডার্বিশায়ারের হয়ে টি-টুয়েন্টি ব্লাস্টে খেলার কথা ছিল এই অজি পেসারের।
সম্প্রতি ইনজুরিতে পরা পেসার ঝাই রিচার্ডসনের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন রিচার্ডসন। নিজের উপর থেকে চাপ কমানোর জন্য তাকে কাউন্টি থেকে নাম প্রত্যাহারের অনুরোধও করা হয়েছিল।

আগামী জুলাইয়ে তাঁর ডার্বিশায়ারে যোগ দেয়ার কথা ছিল। রিচার্ডসন নাম প্রত্যাহার করে নেয়ায়, এখনই এই অজি পেসারের বদলি খুঁজতে হচ্ছে কাউন্টি দল ডার্বিশায়ারের।
ডার্বিশায়ারের কোচ ডেভ হাউটন জানিয়েছেন, রিচার্ডসনকে হারানো তাঁর দলের জন্য বড় ক্ষতি। তাঁর বিকল্প খোঁজার ব্যাপারে ডার্বিশায়ার বেশ অগ্রসর হয়েছে বলে জানালেন তিনি,
'কেনকে হারিয়ে আমরা হতাশ। তাঁর বিকল্প বিদেশী ক্রিকেটার খোঁজার ব্যাপারে আমাদের বেশ অগ্রগতি হয়েছে। বেশ কয়েকজন খেলোয়াড়কে পাওয়া যাবে কিন্তু আমরা প্রথম সুযোগেই লুফে নিচ্ছি না। আমাদের প্রতিভাধর একটি স্কোয়াড আছে। আমাদের এমন একজন খেলোয়াড় দরকার যে পরিপূরক হতে পারে।'
হাউটনের বিশ্বাস তাঁর দল মানসিক ভাবে অনেকটাই এগিয়ে রয়েছে। দলের অগ্রগতিতে সহায়তা করার জন্য একজন আন্তর্জাতিক মানের বোলারের খোঁজে রয়েছেন বলে জানালেন তিনি।
'এই মৌসুমে দল ভালো শুরু করেছে এবং দলটির ভালো মনোভাব রয়েছে। আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাবো এবং একজন আন্তর্জাতিক পর্যায়ের বোলার আমাদের অগ্রগতিতে সহায়তা করতে পারে।'