ফাইনালের লড়াইয়ে মাঠে নামছে জাহানারার ভেলোসিটি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মেয়েদের আইপিএলের ফাইনালে আজ মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে মিতালি রাজের ভেলোসিটি এবং হারমানপ্রিত কাউরের সুপারনোভাস। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
ভেলোসিটির পক্ষে ফাইনাল এই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা আছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমের। যদিও গত ম্যাচে একই দলের বিপক্ষে বল হাতে আলো ছড়াতে ব্যর্থ হয়ছেন তিনি।
৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন জাহানারা। তাঁর দলও হেরেছিল ১২ রানের ব্যবধানে। আর ব্যাট হাতে সুযোগ মেলেনি তাঁর। তবে সেই ম্যাচে শুধু জাহানারাই নন, বেশিরভাগ বোলারই ছিলেন নিস্প্রভ।

সুপারনোভাসের বিপক্ষে অ্যামেলিয়া কর এবং শিখা পান্ডে ছাড়া আর কেউ উইকেটের দেখা পাননি। কিন্তু আজ ফাইনাল বলেই হয়তো দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইবে না ভেলোসিটি টিম ম্যানেজমেন্ট। অপরিবর্তিত একাদশ নিয়ে আজ খেলতে পারে তারা।
এদিকে গত ম্যাচে জয় পাওয়ায় সুপারনোভাস শিবিরেও পরিবর্তনের সম্ভাবনা নেই। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ট্রেইলব্লেজার্সের বিপক্ষে ২ রানে পরাজিত হয়েছিল সুপারনোভাস। তবে এরপর ভেলোসিটিকে হারিয়ে দারুণভাবে ফিরে আসে তারা।
অপরদিকে জাহানারাদের দল ট্রেইলব্লেজার্সের মুখোমুখি হয়ে ৩ উইকেটের জয় পেয়েছিল বিধায় তিন দলেরই জয়ের সংখ্যা সমান। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় টুর্নামেন্টের ফাইনালে পা রাখতে সক্ষম হয়েছে সুপারনোভাস এবং ভেলোসিটি। বর্তমানে সুপারনোভাসের রান রেটের পরিমাণ ০.২৫ এবং ভেলোসিটির ০.০৪৫। আর বিদায় নেয়া দল ট্রেইলব্লেজার্সের রান রেট -০.৩০৫
ভেলোসিটি স্কোয়াডঃ মিতালি রাজ (অধিনায়ক), অ্যামেলিয়া কর, ড্যানিয়েল ওয়াট, জাহানারা আলম, দেবিকা বৈদ্য, একতা বিস্ট, হাইলি ম্যাথিউজ, কোমল ঝাঁঝড়, শেফালি বর্মা, শিখা পান্ডে, সুষমা বর্মা (উইকেটরক্ষক), সুশ্রী দিব্যদর্শিনী ও ভেদা কৃষ্ণমূর্তি।
সুপারনোভাস স্কোয়াডঃ তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), সোফি ডিভাইন, চামারি আতাপাত্তু, মানসি জোশি, হারমানপ্রিত কাউর (অধিনায়ক), পুনম যাদব, অনুজা পাতিল, প্রিয়া পুনিয়া, অরুন্ধতী রেডডি, জেমিমাহ রড্রিগেজ, নাটালি স্কিভার, লি তাহুহু, রাধা যাদব।