ক্যারিয়ার শেষে আফসোস করবোঃ তামিম

ছবি: তামিম ইকবাল, (সংগৃহীত)

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজদের বিপক্ষে ৮০ রানে আউট হয়েছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এই নিয়ে নিজের ক্যারিয়ারে ১৪তম বারের মতো ৮০ এর ঘরে আউট হয়েছেন তিনি। স্বভাবতই ইনিংস বড় না করতে পারার ব্যথা রয়েছে তামিমের। নিজের মুখেই স্বীকার করলেন, ক্যারিয়ার শেষে পিছনে তাকিয়ে আফসোস করবেন তিনি।
আশির ঘরের সেই ইনিংসগুলোর অর্ধেকও যদি সেঞ্চুরিতে রুপান্তর করতে পারতেন তাহলে ব্যাটিং পরিসংখ্যান আরো সমৃদ্ধ হতো তামিমের। নামের পাশে থাকতো বেশ কিছু শতক। যা তাঁকে পৌঁছে দিত আরও উচ্চ পর্যায়ে,
'সম্ভবত আমি আমার ক্যারিয়ার শেষে আফসোস করবো যখন পেছন ফিরে তাকাবো কারণ যতবার আমি আশির ঘরে আউট হয়েছি তার অর্ধেকও যদি আমি সেঞ্চুরিতে রুপান্তর করতে পারতাম তাহলে এটি দারুণ হতো,' বলেছেন ওয়ানডে ক্যারিয়ারে ১১ শতক এবং ৪৫ অর্ধশতক হাঁকানো তামিম।

যদিও অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার ব্রতে বিশ্বাস করেন দেশ সেরা এই ওপেনার। ভবিষ্যতে এরূপ সুযোগ আর হাতছাড়া না করার প্রতি গুরুত্ব দিতে চাইছেন তিনি। বিশেষ করে উইকেট ছুঁড়ে দিয়ে আসার প্রবণতা থেকে বের হতে চান তামিম। বলেছেন,
'তবে অতীত তো অতীতই এবং এর জন্য হাহুতাশ করে লাভ নেই। আমি শুধু আশা করতে পারি যে ভবিষ্যতে আমি যে সুযোগ পাব তা যেন হাতছাড়া না করি। আমি যদি একটি ভাল বলে আউট হই কিংবা ভাল একটি শট খেলে আউট হই সেটি ভিন্ন কিছু, তবে আমার উইকেট ছুঁড়ে দিয়ে আসা উচিৎ নয়।'
অবশ্য নিজের ব্যক্তিগত ইনিংসের থেকেও দলের জয় কিংবা প্রয়োজন বড় করে দেখেন তামিম। আর সেই কারণে চিরাচরিত আক্রমণাত্মক ভূমিকা থেকে বের হয়ে এসে দায়িত্ব নিয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে গত ম্যাচে। দলের প্রয়োজন অনুযায়ী খেলাটাকে নিজের মূল লক্ষ্য দাবি করে টাইগার ওপেনারের ভাষ্য,
'আমি কি চাইলে আরো শট খেলতে পারি না? আমিও কি দুঃসাহস দেখাতে পারি না? তবে মূল বিষয় হলো আমরা দলের জন্য খেলি। দলের থেকে বড় কিছু নেই। ধরুন আমি ১৫০ স্ট্রাইক রেটে খেলেছি কিন্তু দল পরাজিত হয়েছে, তাহলে লাভ কি হলো? কিন্তু যদি আমি ৬০ স্ট্রাইক রেটে খেলি এবং দল জয় লাভ করে তাহলে আমি খুশি হব। দল চায় যেন আমি ৩০-৩৫ কিংবা ৪০ ওভার পর্যন্ত খেলতে পারি। যখন আরেক প্রান্তে উইকেট পড়তে থাকে তখন আমাকে আরো বেশি সময় ধরে ক্রিজে চায় তারা। আমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।'
তামিম আরো যোগ করেন, 'যদি দল আমার কাছ থেকে ১৫০ স্ট্রাইক রেটে খেলা আশা করে, আমি অবশ্যই সেটি চেষ্টা করবো। যদি তারা ৫০ স্ট্রাইক রেটে খেলা দেখতে চায়, আমি সেটাও করবো। আপনি যদি আমার আগের কয়েক বছরের রেকর্ডগুলো ঘাঁটেন তাহলে দেখবেন আমি দলের সাহায্যের জন্য খেলেছি। এটি আসলে বেশি কার্যকর এবং আমি এটি ধরে রাখতে চাই।'