আমিরের কাছে উইকেট চান আর্থার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মোহাম্মদ আমিরকে ইকোনমিকাল বোলার হিসেবে নয়, স্ট্রাইক বোলার হিসেবে চান হেড কোচ মিকি আর্থার। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার পেছনে তাঁর উইকেট পাওয়াকেই দায়ী করেছেন এই কোচ। মূলত আমিরের কাছে উইকেট চান তিনি।
ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের স্কোয়াডে জায়গা না পাওয়া আমির ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন। ফাইনালে ভারতের টপ অর্ডারকে একাই সাজঘরে ফিরিয়ে তুলে নিয়েছিলেন ৩ উইকেট। এরপর খেলা ১৪ ওয়ানডেতে মাত্র ৫ উইকেট নিতে সক্ষম হয়েছেন এই পেসার। যেখানে তাঁর বোলিং গড় প্রায় ৯৩।
তাই নিয়মিত উইকেট না পাওয়া এবং পারফর্মেন্স বিবেচনা করেই আমিরকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় নি। তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ভালো করলে বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন এই পেসার। আর্থার জানান,

'আমি একজন আসাধারণ বোলার। সে যখন ছন্দে থাকে তখন তাঁকে থামানো অসম্ভব। আমি আশাবাদী দ্রুত সে তাঁর ফর্ম ফিরে পাবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাঁর পারফর্মেন্স হতাশাজনক ছিল যেকারণে তাঁকে বিশ্বকাপ দলে তাঁকে নিতে পারিনি আমরা।
'যদিও সে উইকেট কম নিয়েছে কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির পর তাঁর ইকোনমি রেট মাত্র ৪.৭, যা মনোমুগ্ধকর। কিন্তু আমাদের দলে স্ট্রাইক বোলার প্রয়োজন ছিল যারা উইকেট নিতে সক্ষম। কারণ প্রতিপক্ষকে আটকানোর জন্য এটাই একমাত্র উপায়।'
ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজই আমিরের জন্য শেষ সুযোগ বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার। যদিও প্রথম ম্যাচে পাকিস্তানের একাদশে থাকা সত্ত্বেও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় সুযোগ হারিয়েছেন তিনি।
তাই হাতে থাকা সিরিজের বাকি চার ম্যাচই চার জন্য শেষ সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে আছেন আমির। অধিনায়ক সরফরাজ আহমেদও জানিয়েছেন, যথেষ্ট সুযোগ দেয়া হবে তাঁকে।
'এখন পর্যন্ত বোলিং বিভাগ যেভাবে পারফর্ম করছে আমাদের এই সিরিজে সুযোগ রয়েছে। আমরা আমিরকে সব ধরণের সুযোগ দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। ভালো দিক হচ্ছে আমরা এই সুযোগটি পেয়েছে ক্রিকেটারদের যাচাই করার জন্য।
'বিশ্বকাপের আগেই আমাদের সেটা করতে হবে। মে মাসের ২৩ তারিখ পর্যন্ত সময় আছে, তাই এর মাঝে আমিরকে সম্পূর্ণ সুযোগ দেয়া হবে দলে নিজের জায়গা করে নেয়ার,' সরফরাজ