promotional_ad

সাউদাম্পটনে মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউদাম্পটনে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং পাকিস্তান। শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচটি।


এর আগে কেনিংটন ওভালে দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তবে আগামী ম্যাচে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে স্থানীয় আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।


প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ১৯ ওভারে দুই উইকেটে ৮০ রান করেছিল পাকিস্তান। এরপরে বৃষ্টি বাঁধা দেওয়ায় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। 



promotional_ad

তবে ১৬-১৭ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রাতেও বেশ ভালোমতোই মানিয়ে নিয়েছে পাকিস্তান। ওয়ানডে সিরিজের আগে সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল তাঁরা। 


হারলেও প্রথম ইনিংসে ১৭৩ রান করেছিল পাকিস্তান। তবে চলমান সিরিজ শুরু হওয়ার আগে খেলা চার ম্যাচে সমান দুইটি করে জয় পেয়েছিল দুই দল।


এদিকে এই ম্যাচের আগে ছুটি কাটিয়ে পাকিস্তান দলে ফিরেছেন শোয়েব মালিক। ব্যক্তিগত কারণে দশদিনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে খেলার সম্ভাবনা আছে তাঁর। 
ইংল্যান্ড দলে এখনও কোনো পরিবর্তনের আভাস পাওয়া যায়নি। এই ম্যাচেও দেখা যেতে পারে সদ্য অভিষিক্ত পেসার জফরা আর্চারের ঝলক। পরিত্যক্ত হওয়া ম্যাচে চার ওভারে মাত্র ছয় রান দিয়ে এক উইকেট নিয়ে দারুণ এক স্পেল করেছিলেন তিনি। এর মধ্যে দুইটি ওভারই ছিল মেইডেন।


সম্ভাব্য একাদশঃ-



ইংল্যান্ডঃ- জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জো ডেনলি, জশ বাটলার (উইকেটরক্ষক), জফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস ওকস, লিয়াম প্ল্যাঙ্কেট।


পাকিস্তানঃ- ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলি, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball