promotional_ad

'ঘুরে দাঁড়ানোর ক্ষমতার কারণেই পাকিস্তান বিপজ্জনক দল'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


যেকোনো সময় ঘুরে দাঁড়ানোর শক্তিই পাকিস্তান দলকে বিপজ্জনক দল করে তুলেছে বলে মনে করেন দলটির তারকা ব্যাটসম্যান আজহার আলী। পাকিস্তান বিশ্ব আসরেও তাদের সেই সামর্থ্য দেখিয়েছে।


অন্য দলগুলো তাদের হালকা ভাবে নিলেও তাঁরা নিজেদের পারফর্মেন্সের ধারাবাহিকতা দেখিয়েছে অনেকবার। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের আসরেও পাকিস্তান দল ভালো করবে বলে বিশ্বাস আজহারের।



promotional_ad

‘এটা (আনপ্রেডিকটেবল) আমাদের বিরক্ত করে ঠিকই, কিন্তু এটা সত্যি। আমরা জানি আমরা ঘুরে দাঁড়াতে পারবো যেকোনো জায়গায় এবং এটাই আমাদের বিপজ্জনক করে তোলে। আমরা বিশ্বকাপেও এমনটা করে দেখিয়েছি। কেউ আমাদের গোনায় না ধরলেও আমরা এমনটা করে দেখিয়েছি। আমরা সবসময়ই ভালো পারফর্মেন্স দেখিয়েছি। এবারের বিশ্বকাপেও ভালো কিছু দিতে পারব বলে আশাবাদী।’


গত বছরই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আজহার আলী। তবে সাদা পোষাকে এখনও নিজের খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ইংল্যান্ডে অনুষ্ঠিত সবশেষ আইসিসির আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে শিরোপা জিততে বড় ভূমিকা রেখেছিলেন আজহার।


তিনি জানিয়েছেন এই অভিজ্ঞতা তাঁর দলের দারুণ কাজে লাগবে। বর্তমানে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান দল। আজহারের বিশ্বাস এই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন গ্রীষ্মে বিশ্বকাপ ঘরে তুলবে পাকিস্তান।



‘আমরা সব সময় ইংল্যান্ডে খেলা উপভোগ করি। আমরা সাম্প্রতিক সময়ে অনেক ক্রিকেট খেলেছি ইংল্যান্ডে। আশা করছি পাঁচ ওয়ানডের অভিজ্ঞতা আমাদেরকে বিশ্বকাপে অনেক সাহায্য করবে। আসন্ন গ্রীষ্মের অপেক্ষায় আছি। আশা করছি বিশ্বকাপ আমরাই ঘরে তুলব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball