promotional_ad

আর্চারকে বিশ্বকাপ এবং অ্যাশেজের দলে চান ভন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জোফরা আর্চারকে তিন ফরম্যাটেই দেখতে চান সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। গত সপ্তাহে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই বোলিং অলরাউন্ডারকে আসন্ন বিশ্বকাপ এবং অ্যাশেজেও দলে চাইছেন অ্যাশজ জয়ী অধিনায়ক ভন।


ইংলিশদের হয়ে বিশ্বকাপে ম্যাচ জেতাবেন আর্চার। একইসঙ্গে টেস্ট বা টি-টুয়েন্টিতেও দলকে নিরাশ করবেন না আর্চার, বিশ্বাস সাবেক এই ইংলিশ অধিনায়কের। ইংল্যান্ডের হয়ে আর্চার বিশ্বকাপ এবং অ্যাশেজ না খেললে বিস্মিত হবেন তিনি।



promotional_ad

'আমি সত্যিই খুব অবাক হব যদি সে বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজে না খেলে। সে দুর্দান্ত ক্রিকেটার, এমন প্রতিভাবান ক্রিকেটারকে সব ফরম্যাটের ক্রিকেটে খেলানো উচিত।


'বিশ্বকাপে সে ইংল্যান্ডের জয়ে ভূমিকা রাখবে। তাঁদের টি-টুয়েন্টি ম্যাচেও সে জেতাবে। আমি খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে সে তাঁদের এই গ্রীষ্মে বা পরবর্তীতে টেস্ট ম্যাচেও জেতাবে।'


১৪৫ কিমি. পার বেগে বল করা আর্চারকে ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে বলে মনে করেন ভন। দ্রুত বল করার পাশাপাশি ২৪ বছর বয়সী আর্চারের ব্যাটিং এবং ফিল্ডিং সামর্থ্যও মনে ধরেছে ভনের। 



'এসব খেলার মাধ্যমে সে কতটুকু উন্নতি করে এটাই দেখার বিষয়। এখন পর্যন্ত সে দুর্দান্ত। মানসিকভাবে সে আলাদা। তাঁর স্কিল দুর্দান্ত। সে ব্যাটও করতে পারে, দ্রুতগতিতে ফিল্ডিংও করতে পারে। টেস্ট ক্রিকেটে দ্রুতই দেখা যাবে তাঁকে।'


উল্লেখ্য, বিশ্বকাপের ১৫ সদস্যের দল থেকে ইতিমধ্যেই বাদ পরেছেন অ্যালেক্স হেইলস। তাঁর স্থানে দলে জায়গা করে নেওয়ার প্রবল সম্ভাবনা আছে আর্চারের। এছাড়া বিশ্বকাপের পর শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে আর্চারকে দলে পেতে চান ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball