পয়েন্ট বণ্টনের সমালোচনায় রোডস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট বণ্টনের নিয়মাবলী নিয়ে সমালোচনা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় দুই পয়েন্ট পেয়েছে টাইগাররা। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে তাঁর দল, তবুও এমন নিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
যে কোন দল জিতলে সর্বোচ্চ পাঁচ পয়েন্ট পেতে পারে বোনাস পয়েন্ট সহ, যেখানে ম্যাচ জয়ের জন্য চার পয়েন্ট। ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই দুই পয়েন্ট করে পাবে। দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯৬ বিশাল জয়ে ৫ পয়েন্ট পেয়েছে উইন্ডিজ দল। কিন্তু বৃষ্টির কারণে তিন পয়েন্ট হারিয়েছে টাইগাররা। এমন নিয়ম টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয়ায় জন্য পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে যে কোন দলের জন্য।

'উষ্ণ দেশগুলোর জন্য এমন নিয়ম প্রযোজ্য। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে ম্যাচের দিন বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে যেকোনো দল হেরেও যেতে পারে, এই দিকেও নজর দেওয়া উচিত।
'এই ম্যাচে যদি আমরা জিততে পারতাম (বোনাস পয়েন্ট সহ) তাহলে ফাইনাল খেলাটা আমাদের জন্য সহজ হতো। কিন্তু ম্যাচ ভেসে যাওয়ায় আমরা মাত্র দুই পয়েন্ট পেয়েছি। ছেলেরা সুযোগ হারিয়েছে যা প্রভাব ফেলতে পারে, বিষয়টি লজ্জার।'
এমন নিয়মের পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে জেতার সুযোগ হারানোয় হতাশ কোচ রোডস। ফাইনালের পথ সুগম করার জন্য এই ম্যাচটিতে বোনাস সহ পয়েন্ট চেয়েছিলেন টাইগারদের কোচ।
'আমি কিছুটা হতাশ কেননা এই ম্যাচটি আমরা জিততে চেয়েছিলাম। জিততে পারলে শক্ত অবস্থানে চলে যেতাম। কিন্তু আমরা এখন কিছুই করতে পারিনা। মিশ্র প্রতিক্রিয়া আমার, কেননা আমি এখানে দুই পয়েন্টের বেশি চেয়েছিলাম।