দ্বিতীয় লড়াইয়ের আগে প্রস্তুত উইন্ডিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সোমবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে উইন্ডিজরা। এ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ক্যারিবিয়ান অধিনায়ক জ্যাসন হোল্ডার।
বাংলাদেশ দলের দুর্দান্ত অলরাউন্ডিং পারফর্মেন্সে প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ক্যারিবিয়ানদের। সেই ম্যাচের পর নিজেদের ভুলগুলো নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করেছে উইন্ডিজরা, জানিয়েছেন উইন্ডিজ দলপতি।

পরবর্তী ম্যাচ গুলোতেই খেলতে নামার আগে দল নিয়ে ইতিবাচক অবস্থানে থাকতে চাইছেন হোল্ডার। শনিবার আইরিশদের মুখোমুখি হওয়ার আগে তিনি বলেছেন,
'মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে আমরা সম্ভবত আমাদের সেরাটা দিতে পারিনি, তবে এরপর আমাদের অনেক আলোচনা হয়েছে এটি নিয়ে যে কিভাবে আমরা উন্নতি করতে পারি। আয়ারল্যান্ডের বিপক্ষে ভাল করার ব্যাপারে আমি ইতিবাচক এবং এরপর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বারের মুখোমুখিতে আমরা আরো ভাল করতে পারবো আশা করি।'
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচের প্রতি বেশি গুরুত্ব দিতে চান হোল্ডার। আইরিশদের দ্বিতীয়বারের মতো হারানোটা এখন নিজেদের পরবর্তী লক্ষ্য বলে উল্লেখ করেছেন তিনি। হোল্ডারের মতো ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে খেলাটাই এখন বিবেচ্য বিষয় দলের জন্য। তাঁর ভাষ্যমতে,
'আমি চাই যেন সবাই আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচে গুরুত্ব দিক। সেই ম্যাচে জয় পাওয়ার পর আমাদের সামনে এগোতে হবে। আমার মতে আমাদের খুব বেশি সামনে তাকানোর দরকার নেই। আমরা এখানে এসেছি বিশ্বকাপের প্রস্তুতির একটি অংশ হিসেবে, তবে আমাদের সবকিছু ধাপে ধাপে মেনে এগোতে হবে।'
দলের সদস্যদের নিয়ে অবশ্য তেমন কোনও অভিযোগ থাকছে না ক্যারিবিয়ান দলপতির। শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের ক্ষেত্রে কোনো আপস করছেন না কেউই বলে জানিয়েছেন তিনি। হোল্ডার বলেছেন, 'এখন পর্যন্ত যেমনটি হয়েছে তাতে আমি খুশি, ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করছে এবং তারা অনেক সুশৃঙ্খল।'