দশ দলের বিশ্বকাপের কড়া সমালোচনায় লামিচানে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দশ দলের বিশ্বকাপের কড়া সমালোচনা করেছেন নেপালের স্পিনার সন্দীপ লামিচানে। বিশ্বকাপ খেলতে না পারার আফসোস থেকেই সমালোচনা করছেন তিনি।
আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করছে দশটি দেশ। নেপাল বা আরব আমিরাতের মতো দেরীতে ক্রিকেট চর্চা শুরু করা দেশগুলো শুধু নয়, আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের মতো দেশগুলোও পাচ্ছে না বিশ্বকাপ খেলার সুযোগ।

একারণেই দুঃখ প্রকাশ করেছেন লামিচানে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলবে দশটি দেশ। তাই পঞ্চাশ ওভারের ক্রিকেটে বড় আসরে আদৌ খেলা হবে কিনা নেপালের তা নিয়ে সংশয় প্রকাশ করে লামিচানে জানান,
'দুঃখের সঙ্গেই বলছি, দশ দলের বিশ্বকাপে আমার মতো যারা খেলতে পারছে না তাঁদের জন্য এটা অনেক কষ্টের। বিশ্বকাপে ১৪-১৬ টি দলের অংশ নেওয়া উচিত।
'এমনকি ২০২৩ সালেও দশটি দল অংশ নিচ্ছে। সুতরাং ৫০ ওভারের আসর খেলার চিন্তা করতে পারি কিনা আমরা, এটাই এখন দেখার বিষয়।'
৩২ টি দেশ নিয়ে অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। অথচ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র শীর্ষস্থানীয় দেশগুলো নিয়ে। ক্রিকেটের প্রসারের স্বার্থে লামিচানের বক্তব্যে আইসিসির চিন্তাধারার কোনো পরিবর্তন হয় কিনা এটাই এখন দেখার বিষয়।