বঙ্গবন্ধুর জন্মদিনে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের ম্যাচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশতম জন্ম দিবস উদযাপনে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের দুইটি টি-টুয়েন্টি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার দিন বিসিবির এক কর্মকর্তা ক্রিকফ্রেঞ্জিকে এমন সংবাদ নিশ্চিত করেছে। ম্যাচ দুটির সম্ভাব্য তারিখ ১৯ই এবং ২০ই মার্চ। ম্যাচের ভেন্যু এখনও নিশ্চিত করা হয়নি।

'আমরা ইতিমধ্যেই একটি প্রস্তাবনা তৈরি করেছি এবং পাঠিয়ে দিয়েছি। যাতে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের এই দুটো ম্যাচে আমরা সেরা ক্রিকেটারদের পাই।'; বোর্ডের এক কর্মকর্তা ক্রিকফ্রেঞ্জিকে জানান।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও বঙ্গবন্ধুর একশতম জন্মদিন পালন করার কথা মিডিয়ার সামনে বলেছেন। তবে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের ম্যাচের কথা আনুস্থানিকভাবে এখনও বলেননি তিনি।
পাপন জানান, '২০২০ সালের ১৯ এবং ২০ মার্চ আমরা দুটো প্রীতি ম্যাচ আয়োজন করব।'
'পরের বছর পুরো দেশ বঙ্গবন্ধুর একশতম জন্মদিন পালন করবে এবং স্বাধীনতার ৫০ বছর পালন করবে। আমরা এমন কিছু করার চেষ্টা করছি যাতে আমরা পুরো বিশ্বের নজরে আসতে পারি।'
১৯২০ সালের ১৭ই মার্চ জন্মেছিলেন বাঙালির জাতির পিতা শেখ মুজিবুর রহমান, যার ঘোষণায় স্বাধীনতার যুদ্ধ করেছে বাংলাদেশ। বহির্বিশ্বে জাতির পিতার অবদান জানাতেই এমন অভিনব উদ্যোগ বিসিবির।