বিশ্বকাপে ফাস্ট বোলারদের কঠিন পরীক্ষাঃ ব্রেট লি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী পেসার ব্রেট লি মনে করেন ইংল্যান্ড বিশ্বকাপে ফাস্ট বোলারদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। নতুন বলে তাঁরা ভালো করলেও, পুরনো বলে তাদের জন্য বল করা কঠিন হয়ে যাবে বলে বিশ্বাস তাঁর।
মূলত ইংল্যান্ডের আবহাওয়ার কথা চিন্তা করেই একথা বলেছেন লি। সম্প্রতি ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপ জয়ী পেসার।

'অনেক লোক মনে করে বোলারদের জন্য সহায়ক উইকেট হবে। আমি মনে করি নতুন বলে তাঁরা ভালো করবে। কিন্তু বলের উজ্জ্বলতা চলে গেলে এটা কঠিন কাজ হবে পেস বোলারদের জন্য।'
সব দলকেই ইংল্যান্ডের সময়টা মাথায় রাখতে হবে বলে মনে করেন লি। জুন-জুলাইয়ে ইংল্যান্ডের উইকেট কখনই পেস বোলারদের জন্য সহায়ক থাকে না। এবারও এমনটাই হবে বলে বিশ্বাস তাঁর।
'আমাদের মনে রাখতে হবে কোন সময়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। এটা জুন ও জুলাই এবং বছরের এই সময়ে উইকেট পেস বোলিংয়ের জন্য খুব সহায়ক নয়।'
প্রতিটি দল বিশ্বকাপের জন্য তৈরি হয়ে গেলেও যে দল ইংল্যান্ডের উইকেটের সাথে দ্রুত মানিয়ে নিতে পারবে তারাই সফল হবে বলে মনে করেন সাবেক এই অজি পেসার।
'প্রতিটি দলকেই বিশ্বকাপে নিজেদের ভালো ভাবে তৈরি করে যেতে হবে। যারা ইংলিশ উইকেটের সাথে মানিয়ে নিতে পারবে তারাই সফল হবে।'