বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডাবলিনের ম্যালাহাইডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ঝড়ো বৃষ্টির কারণে এই ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি।
টানা বৃষ্টির কারণে এই ম্যাচের টসও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি। দুই দফা টসের সময় ঘোষণা করলেও আম্পায়াররা টস আয়োজন করতে পারেননি বৃষ্টির কারণে।

ম্যাচ বাতিলের ফলে দুই দলই দুই পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে। বাংলাদেশ এই ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়ায় উইন্ডিজকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে এসেছে।
দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট। দুই ম্যাচে বাংলাদেশের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তালিকায় দুই নম্বরে আছে উইন্ডিজ দল। আর মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আয়ারল্যান্ড।
এদিকে, এর আগে গতকাল বৃষ্টি কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। আজ দিনের শুরু থেকেই বৃষ্টি হচ্ছিল। ম্যাচের আগে সাব্বির রহমান, সাইফুদ্দিন, ফরহাদ রেজারা অনুশীলন করেছেন।
তবে, অনুশীলনের মাঝেই বৃষ্টি নামলে দ্রুতই ড্রেসিং রুমে ফিরে যান তাঁরা। এরপর বৃষ্টির কারণে মূল ম্যাচও পরিত্যক্ত হল।