বিশ্বকাপ এবং টেস্ট স্ট্যাটাসে চোখ স্কটল্যান্ডের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কটল্যান্ড ক্রিকেট দলকে ২০২৩ সালের বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে চান নবনিযুক্ত প্রধান কোচ শেন বার্গার। শুধু বিশ্বকাপ নয়, দলটিকে টেস্ট স্ট্যাটাস পাইয়ে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে চান তিনি।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি ছিল এই প্রোটিয়া কোচের প্রথম অ্যাসাইনমেন্ট। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর সাংবাদিকদের বার্গার জানিয়েছেন তাঁর পরবর্তী লক্ষ্যের কথা। গ্র্যান্ট ব্র্যাডবার্নের স্থলাভিষিক্ত হওয়া এই দক্ষিণ আফ্রিকান বলেছেন,

'২০২৩ বিশ্বকাপে যাওয়ার প্রচেষ্টা নিঃসন্দেহে আমাদের মূল লক্ষ্য। তবে আমার জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ হল উন্নতির ধারা অব্যাহত রাখা। আমাকে নিশ্চিত করতে হবে যেন তরুণ ক্রিকেটাররা এই পরিবেশে আসতে পারে।
'বিশ্বকাপে অংশ নেয়ার পাশাপাশি আইসিসির পূর্ণ সদস্যের দেশে পরিণত হতে চান বার্গার। সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি বর্তমানে জানিয়ে বলেছেন, 'আমরা আসলেই টেস্টের পরিপূর্ণ সদস্য হতে বেশ ইচ্ছুক, আর সেই লক্ষ্য এরই মধ্যে আমরা কাজ করছি।'
২০১৫ সালের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল স্কটল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে জায়গা হয়নি তাদের। এছাড়াও গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জিতেছে দলটি এই কোচ দায়িত্ব থাকাকালীন সময়ে। পরিণত একটি দলের দায়িত্ব পাওয়ায় বেশ খুশি নতুন কোচ বার্গার। তিনি বলেন,
'বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া এবং যে স্কোয়াড আমরা পেয়েছি সেটি দারুণ এবং আমার লক্ষ্য এই স্কোয়াডকে আরও পরিণত করার। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দলটি সাফল্য অর্জন করছে এবং ক্রমান্বয়ে ভাল করছে তাঁদেরকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া।'