promotional_ad

ইংল্যান্ডকে আরও শক্তিশালী করবে আর্চারঃ প্ল্যাঙ্কেট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ডানহাতি পেসার জোফরা আর্চারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারলে বিশ্বকাপে আরো শক্তিশালী হয়ে উঠবে ইংল্যান্ড, বিশ্বাস দলটির আরেক পেস তারকা লিয়াম প্ল্যাঙ্কেটের।  


ইংল্যান্ডের হয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ক্যারিবিয়ান বংশোদ্ভূত আর্চারের। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ ওভারে ৪০ রান খরচায় ১ উইকেট শিকার করেছিলেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে অভিষেক টি টুয়েন্টিতে ২৯ রান খরচায় তুলে নেন ২টি উইকেট। 



promotional_ad

তবে সবথেকে বেশি মুগ্ধতা তিনি সৃষ্টি করেছিলেন গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। ৪ ওভার বোলিং করে ২টি মেইডেন সহ ফখর জামানের উইকেটটি তুলে নিয়েছিলেন তিনি। একই সাথে মাত্র ৬ রান খরচ করেছেন ২৪ বছর বয়সী এই ডানহাতি। বল হাতে দারুণ ফর্মে থাকার আর্চারের প্রশংসা করে প্ল্যাঙ্কেট তাই বলেছেন,    


'আর্চারকে স্কোয়াডে নিতে পারলে আপনার দল আরো ভাল হবে। সে অবশ্যই দারুণ একজন খেলোয়াড়। সে আজ (বুধবার) সেটি দেখিয়েছে। সে দুর্দান্ত বোলিং করেছে নিঃসন্দেহে এবং ভাল জায়গায় বল ফেলতে পেরেছে। প্রথম কয়েক ওভারের মধ্যে সে একটি উইকেট নিয়েছে, বাঁহাতি ফখরকে পরাস্ত করেছে আউটসাইড এজে।' 


তবে দলের অন্যান্য সদস্যদের প্রতিও সমান আস্থা রয়েছে প্ল্যাঙ্কেটের। তাঁর বিশ্বাস আর্চার পারফর্ম না করলে অন্য যে কেউ ঘুরে দাঁড়াতে পারতো ম্যাচটিতে। ৮০টি ওয়ানডেতে ১২১ উইকেট শিকার করা এই পেস তারকা বলেছেন, 



'যারাই নিজেদের সেরাটা দিতে পারবে তাঁদের উচিৎ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা। জোফরা যদি না পারফর্ম করতো, তাহলে হয়তো অন্য কেউ ঘুরে দাঁড়াত। যদি তাঁরা ভাল বোলিং করতে পারে তাহলে তাঁরা অবশ্যই দলে আসার প্রত্যাশা করবে।' 


উল্লেখ্য ক্যারিবিয়ান বংশোদ্ভূত জোফরা আর্চার দীর্ঘ দিন থেকে ইংল্যান্ডে বসবাসের সুবাদে এরই মধ্যে ইংলিশদের হয়ে খেলার জন্য অনুমতি পেয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত ২৮টি ম্যাচে ১৩১ উইকেট শিকার করেছেন তিনি। আর লিস্ট এ ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ১৬ ম্যাচে ২৩টি। এছাড়াও ৯৩টি টি টুয়েন্টি ম্যাচে ১১৮ উইকেট পেয়েছেন আর্চার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball