বাংলাদেশি বোলারদের নিয়ে সতর্ক আইরিশরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে আজ মাঠে নামার আগে বেশ সতর্ক অবস্থানে আছে স্বাগতিক আয়ারল্যান্ড। দলটির ডানহাতি ব্যাটসম্যান অ্যান্ডি বালবির্নি জানিয়েছেন বাংলাদেশি বোলারদের ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেছেন তাঁরা।
উইন্ডিজদের বিপক্ষে প্রথম ম্যাচে ১৯৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত হওয়ার পর স্বভাবতই বাংলাদেশের বিপক্ষে ফিরতে মরিয়া হয়ে আছে স্বাগতিকরা। আর সেই কারণে প্রতিপক্ষ বোলারদের নিয়ে হোমওয়ার্ক করে রেখেছে তাঁরা। ২৮ বছর বয়সী বালবির্নি বলেছেন,
'আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভাল করতে পারিনি এবং বেশি জুটি গড়তে পারিনি ব্যাট ও বল হাতে। তবে বাংলাদেশের সকল বোলারদের ফুটেজ রয়েছে আমাদের কাছে, যেটি আমাদের একটি ধারণা দিবে তাঁদের সম্পর্কে,' বলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি একমাত্র ওয়ানডে ম্যাচে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিলেন আইরিশ ক্রিকেটাররা। সেই ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করতে নেমে ইংলিশদের মাত্র ১৯৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু এই মামুলি লক্ষ্য তাড়া করতেই হিমশিম খেয়েছিল সফরকারী ইংল্যান্ড।
আইরিশ বোলারদের দারুণ বোলিংয়ের সামনে মাত্র ১০১ রানের মাথায় ৬ উইকেট হারাতে হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ম্যাচটিতে ৪ উইকেটের জয় পেয়েছিল ইংলিশরা, তবে যথেষ্ট প্রশংসিত হয়েছিল আয়ারল্যান্ডের বোলিং।
কিন্তু সেই আয়ারল্যান্ডই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে নাস্তানাবুদ হয়েছে। তাই স্বাভাবিকভাবেই বেশ হতাশ বালবির্নি। তাঁর ভাষ্যমতে, 'ইংল্যান্ডের বিপক্ষে একটি ক্লোজ ম্যাচের পর এই পারফর্মেন্স আসলে হতাশাজনক।'
নিজের সামর্থ্য প্রমাণ দিতে বর্তমানে নেটে পুরোদমে অনুশীলন করছেন বালবির্নি। কঠিন সময়ে ব্যাট হাতে দলকে সমর্থন জোগানোর স্পৃহা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। ৫৭টি ওয়ানডেে ১৫১৯ রানের মালিক বলেছেন,
'আমি শুধুমাত্র নেটে আমার শক্তিমত্তা নিয়ে কাজ করতে চাচ্ছি এবং বিশেষ করে প্রথম ২০ বল ভালভাবে খেলা নিয়ে কাজ করছি। একই সাথে সবথেকে কঠিন সময়ে ভাল ব্যাটিং করার ব্যাপারে জোর দিচ্ছি। এটি আসলে কোনো কিছু জটিল করার ব্যাপার নয়।'
উল্লেখ্য আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে। এই ম্যাচে নিঃসন্দেহে জ্বলে উঠতে চাইবেন উইন্ডিজদের বিপক্ষে ২৯ রান করে আউট হওয়া বালবির্নি।