আয়ারল্যান্ডের সামনে উড়ন্ত বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডাবলিনের মালাহাইডে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী থাকবে মাশরাফি-সাকিবদের বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই ত্রিদেশীয় সিরিজে ফাইনাল খেলার পথ আরও উন্মুক্ত হবে টাইগারদের।
প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে অবশ্য ৮৮ রানে হেরেছিল টাইগাররা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে চিড় ধরতেই পারত সাকিবদের, যদি ক্যারিবিয়ানদের সাথে দাপুটে জয় না আসতো।
স্বস্তির বিষয়, আয়ারল্যান্ড উলভসের সাথে যেমন খেলেছে বাংলাদেশ, তাঁর পুরো ব্যতিক্রমই খেলেছে শক্তিশালী ক্যারিবিয়ানদের বিপক্ষে। অধিনায়ক মাশরাফিও অনুপ্রাণিত হচ্ছেন এই ম্যাচ থেকে,
'আসর এখনও সবার জন্য উন্মুক্ত। ফাইনাল নিশ্চিত করার জন্য আমাদের ভালো খেলতে হবে। ভালো শুরু হওয়াটা গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচে হারার পর আমাদের শুরুটা ভালো হয়েছে বলে মনে করি। সবাই পরের ম্যাচের দিকে তাকিয়ে।'
যে উইন্ডিজ আয়ারল্যান্ডকে পেয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে তিন উইকেটে ৩৮১ রান তুলেছিল, সেই উইন্ডিজকেই শেষের দিকে ভালো বল করে ২৬১ রানে থামিয়েছে বাংলাদেশ। এখান থেকেও অনুপ্রাণিত হচ্ছেন অধিনায়ক।
'বোলিংয়ের কথা যদি বলি, তাহলে বলব ৪০ ওভারের আগে আমরা ভালো বল করতে পারিনি। এরপর আমরা খুব ভালো বল করেছি, উইকেট নিয়েছি এবং তাঁদের রান করতে দেইনি।'

এরপর ব্যাটিংয়ে নেমেও দুশ্চিন্তায় পড়তে হয়নি বাংলাদেশকে। নিয়মিত ওপেনার তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকার এদিনে গড়েছেন ১৪৪ রানের জুটি। সিরিজের দ্বিতীয় ম্যাচেও ভালো কিছুর প্রত্যাশা অধিনায়কের।
'তামিম-সৌম্য আমাদের দারুণ শুরু এনে দিয়েছে। আমাদের কাজ সহজ করে দিয়েছে। আশা করব তাঁরা এটা চালু রাখবে।'
ধারণা করা যাচ্ছে, এই ম্যাচে একাদশে পরিবর্তন আনবে না বাংলাদেশ। কেননা তামিম, সৌম্য, সাকিব, মুশফিকের দৃঢ়তায় আগের ম্যাচ জিতে যাওয়ায় ফিনিশিং পরিক্ষা দিতে পারেননি মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বিররা।
এই ম্যাচেও একই একাদশ দেখা যেতে পারে। এদিকে আয়ারল্যান্ড একাদশেও পরিবর্তনের ইঙ্গিত নেই। সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে দলটি।
বাংলাদেশের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলে নাম উজ্জ্বল করার দিকেই তাকিয়ে আছে তাঁরা। তবে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানে মন খারাপ হবে তাঁদের। এখন পর্যন্ত খেলা নয়টি ওয়ানডের ছয়টিতেই জিতেছে বাংলাদেশ।
উইকেট এবং কন্ডিশনঃ-
বৃষ্টি নামার সম্ভাবনা আছে ডাবলিনে। সঙ্গত কারণেই মাঠে প্রচুর বাতাস থাকবে। এমন উইকেটে পেসারদেরই বেশি সুবিধা থাকবে। তবে নতুন বলে পেসারদের দেখেশুনে খেলতে পারলে বাকি কাজটা কঠিন হবে না ব্যাটসম্যানদের জন্য।
নজর থাকবে যাদের উপরঃ-
সাকিব আল হাসানঃ- দলের সবাই ভালো করলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে একটু বেশিই সফল ছিলেন সাকিব। বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি কিপটে বোলিংয়ের পর ব্যাট হাতেও অপরাজিত হাফসেঞ্চুরি হাঁকিয়ে দল জিতিয়েছেন তিনি। এই ম্যাচেও তাঁর দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।
উইলিয়াম পোটারফিল্ডঃ- আইরিশদের হয়ে টানা ৬১ নম্বর ম্যাচ খেলবেন অধিনায়ক পোটারফিল্ড। গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে পয়েন্ট পাইয়ে দিতে ব্যাট হাতে রান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন তিনি।
সম্ভাব্য একাদশঃ-
আয়ারল্যান্ডঃ- উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, আন্ডি বালবির্নি, লরকান টাকার, কেভিন ও'ব্রায়েন, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, টিম মুরতাঘ, ব্যারি ম্যাকার্থী, জশ লিটল, বয়েড র্যাঙ্কিন।
বাংলাদেশঃ- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।