ওয়ানডে ছাড়বেন আফগান পেসার হামিদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন আফগান পেসার হামিদ হাসান। সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ফেসবুক পাতায় এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি।
৩১ বছর বয়সী এই পেসার ২০১৬ সালের জুলাইয়ে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন আফগানিস্তানের হয়ে। অভিজ্ঞতার কারণে তাকে বিশ্বকাপ দলে জায়গা দিয়েছেন নির্বাচকরা।

নিজের অবসর নিয়ে হামিদ জানিয়েছেন, দলের বোঝা হয়ে ওঠার আগেই তিনি ক্রিকেটকে বিদায় বলে দিতে চান। মূলত ইনজুরি প্রবণতার কারণেই ওয়ানডে ক্রিকেট থেকে দূরে চলে যাচ্ছেন তিনি।
'যখন একজন খেলোয়াড় এত আঘাত ও পুনর্বাসনের মধ্য দিয়ে যায়, তখন আরও আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রত্যেক খেলোয়াড়কেই একদিন অবসর নিতে হবে। একজন খেলোয়াড় যখন ভালো ভাবে কাজ করছে এবং দলের বোঝা হওয়ার আগেই অবসর নেয়া সবচেয়ে ভালো।'
হাসান আফগানিস্তানের হয়ে ৩২টি ওয়ানডে খেলেছেন। ২০১৫ সালে ৬ ম্যাচে তিনি ৮ উইকেট নিয়েছিলেন। ২০১৫ বিশ্বকাপে ব্যাট হাতে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেতে সাহায্য করেছিলেন।
ওয়ানডে ছাড়লেও, টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন হামিদ, 'অতএব, আমি সিদ্ধান্ত নিয়েছি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার এবং আরও কিছুদিন টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাওয়ার।'