উইন্ডিজ ম্যাচের আগে নার্ভাস ছিলেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইনজুরির কারণে প্রায় ছয় মাস জাতীয় দলের বাইরে ছিলেন টাইগার তারকা সাকিব আল হাসান। তাই স্বভাবতই উইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে কিছুটা নার্ভাস ছিলেন এই অলরাউন্ডার।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন তিনি। প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্মেন্স উইন্ডিজের বিপক্ষে মূল ম্যাচে পারফর্ম করতে আত্মবিশ্বাস যুগিয়েছে বলে বিশ্বাস সাকিবের।

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বোলিংয়ে ১০ ওভারে এক মেডেন দিয়ে ৩০ রানে পেয়েছিলেন ১ উইকেট। ব্যাটিংয়ে দলীয় সর্বোচ্চ ৫৪ রান করে সাকিবই ছিলেন সেরা পারফর্মার।
উইন্ডিজের বিপক্ষে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে খেলেছেন ৬১ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস। এর আগে বল হাতে ৩৩ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট। দুর্দান্ত পারফর্মেন্সের পর সাকিব বলেছেন,
'ছয় মাস পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেললাম। একটু নার্ভাসনেস কাজ তো করতেই পারে। যেহেতু প্রস্তুতি ম্যাচটা ভালো করেছিলাম, একটা আত্মবিশ্বাস ছিল। ওয়েস্ট ইন্ডিজের সাথে এমন বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করতে পারা অবশ্যই অনেক চাপ কমার একটা ব্যাপার। শুরুটা ভালো হয়েছে, বাকিটা চালিয়ে যেতে হবে।'
উইন্ডিজের বিপক্ষে পাওয়া ৮ উইকেটের বড় জয় পুরো দলকেই আত্মবিশ্বাসী করবে বলে বিশ্বাস সাকিবের। এই জয়ে দলের প্রায় সকলেই অবদান রেখেছেন। ফলে সেই আত্মবিশ্বাস দলের সব ক্রিকেটারদের মধ্যে প্রতিফলিত হচ্ছে বলেও মনে করেন তিনি।
'সবাই এটাতে আত্মবিশ্বাস পাবে। কারণ এরকম পারফর্মেন্স আমরা খুব বেশি ম্যাচে আমরা করি না। সেখানে এতো ভালো একটা পারফর্মেন্স, সবাই অবদান রেখেছে। এটা অবশ্যই দলের জন্য ভালো দিক। স্বাভাবিক ভাবে খেলোয়াড়দের দিকে তাকালেই বোঝা যাবে সবাই কতটা আত্মবিশ্বাসী আছে।'