বোলিংয়ে ভেলোসিটি, খেলছেন না জাহানারা

ছবি: সং??ৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নারীদের আইপিএলের দ্বিতীয় ম্যাচে আজ ট্রেইলব্লেজার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভেলোসিটি অধিনায়ক মিতালি রাজ। দলটির হয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম।
তবে আজকের ম্যাচের একাদশে থাকছেন না তিনি। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হয়েছে এই ম্যাচটি। আইপিএলের আদলে গড়া এই টুর্নামেন্টটির আসল নাম উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ।

বিদেশি নারী ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে যাওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার জাহানারা। গত বছর অস্ট্রেলিযার ঘরোয়া টি-টোয়েন্টি আসর ওমেন্স বিগ ব্যাশ লীগে খেলতে গিয়েছিলেন অলরাউন্ডার রুমানা আহমেদ ও অফস্পিনার খাদিজাতুল কুবরা।
এর আগে টুর্নামেন্টটির প্রথম ম্যাচে সুপারনোভাসের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছিল জাহানারাদের প্রতিপক্ষ ট্রেইলব্লেজার্স। সুতরাং আজকের ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে তারা। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানা।
ভেলোসিটিঃ মিতালি রাজ (অধিনায়ক), সুষমা ভার্মা (উইকেটরক্ষক), ভেদা কৃষ্ণমূর্তি, ড্যানি ওয়াট, শেফালি ভার্মা, অ্যামেলিয়া কর, শিখা পান্ডে, হ্যালি ম্যাথিউস, সুশ্রী প্রধান, কোমাল জানজাদ, একটা বিশট।
ট্রেইলব্লেজার্সঃ স্মৃতি মান্ধানা (অধিনায়ক), সুজি বেটস, হারলিন দিয়ল, দিপ্তি শর্মা, ভারতী ফুলমালি, ডি হেমালাথা, স্টেফানি টেইলর, আর কল্পনা (উইকেটরক্ষক), শাকিরা সেলমান, সোফি ইকেলেস্টনম রাজ্যেশ্বরী গায়াকোয়াদ।