promotional_ad

৩০০ রানের জন্য খেলেছিলেন সৌম্য

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজদের বিপক্ষে ২৬২ রান তাড়া করে ৮ উইকেটের বড় জয় পাওয়ার পর টাইগার ওপেনার সৌম্য সরকার জানিয়েছেন তিনশত রানের লক্ষ্য তাড়া করার মানসিকতা ছিল তাঁর। কেননা ক্যারিবিয়ানরা যেভাবে ব্যাটিং করছিল তাতে মনে হচ্ছিল ৩০০ রান করা তাদের জন্য সময়ের ব্যাপার। 


৪১ তম ওভারের মাথায় ২০০ রানের কোটা পার করেছিল উইন্ডিজ। কিন্তু এরপর বাংলাদেশের বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় তারা। ক্যারিবিয়ানদের ৩০০ রানের আগে আটকে দেয়ার পর মানসিকভাবে এগিয়ে থেকে ব্যাটিং করতে নেমেছিল টাইগাররা। 



promotional_ad

সৌম্য নিজেই স্বীকার করলেন এই বিষয়টি। ম্যাচ শেষে তিনি বলেছেন, 'একটা সময় মনে হচ্ছিল তিনশ রান তাড়া করতে হবে। পরে খেলাটা ধরতে পারি আমরা। ২৬০ রানে আটকে রাখি। এরপর লক্ষ্য ছিল স্বাভাবিকভাবে ব্যাটিং করা।'


ক্লোনটার্ফের উইকেট ব্যাটিংয়ের জন্য খুব একটা সহজ ছিল না। আর সেই কারণে আশানুরূপ শট খেলতে পারেননি সৌম্য। এরপরেও উদ্বোধনী জুটি গড়ার যে পরিকল্পনা সেটি ভালোভাবেই কাজে লাগাতে পেরেছেন বিধায় সন্তুষ্ট এই ওপেনার। তাঁর ভাষ্যমতে, 


'উইকেট খুব সহজ ছিল না ব্যাটিংয়ের জন্য। শট অতটা খেলা যাচ্ছিল না। পেছনের বলগুলো খেলা যাচ্ছিল, সামনের বলগুলি অতটা নয়। পরিকল্পনা ছিল যে জুটি গড়তে হবে, তাহলে খেলা আমাদের হাতে আসবে। সেটিই হয়েছে।'



উল্লেখ্য উইন্ডিজদের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ৬৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। একই সাথে তামিম ইকবালের সাথে ১৪৪ রানের উদ্বোধনী জুটিও গড়েছিলেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball