লর্ডসে খেলবে বাংলাদেশের পথশিশুরা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অংশ নিতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে যাচ্ছে বাংলাদেশের আটজন পথ শিশু। যাদের মধ্যে রয়েছে চার জন ছেলে এবং চার জন মেয়ে।
বাংলাদেশের দাতব্য সংস্থা লোকাল এডুকেশন এবং ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিইইডো) এই পথশিশুদের সাহায্যার্থে এগিয়ে এসেছে। টুর্নামেন্টে অংশ নেয়া এই পথ শিশুদের বেশিরভাগই ঢাকায় অবস্থিত রেললাইনের ধারে বাস করত।

সুবিধাবঞ্চিত এই শিশুদের নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে পারায় বেশ আনন্দিত যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ফ্রেন্ডস অফ ষ্ট্রীট চিল্ড্রেনের চেয়ারপারসন মাইক শেরিফ। এর সমর্থনে তিনি বলেছেন,
'লিইইডোর ঢাকার পথশিশুদের জন্য এটি অসাধারণ একটি যাত্রা। তারা লর্ডসে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলবে। আমরা লর্ডসে তাদের সাফল্য কামনা করছি এবং আমরা বাংলাদেশের এমপিদের নিয়ে ম্যাচ আয়োজন করতে চাচ্ছি যেটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।'
টুর্নামেন্টের নক আউট রাউন্ডে মরিতাস, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ এবং উত্তর ভারতকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। তবে তানজানিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ ভারতের কাছে পরাজিত হতে হয়েছে তাদের।
এর আগে ইংল্যান্ডে থাকাকালীন সময়ে ক্যানারি হোয়ার্ফের ৩৯ তালায় এই পথশিশুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর টাওয়ার হিল মেমোরিয়াল সফর করেছিল তারা। এছাড়াও ওভাল ক্রিকেট গ্রাউন্ড, ট্রাফালগার স্কয়ার এবং ওয়েস্টমিনিস্টার অ্যাবে পরিদর্শন করেছিল এই শিশুরা।