টসে হারলেন মাশরাফি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আজ ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে এরই মধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার।
গত বছরের ডিসেম্বরে উইন্ডিজ ও বাংলাদেশ শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিল। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। এরপর অবশ্য উইন্ডিজ দল অনেকটাই বদলে গেছে।
শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে তাঁরা ৫ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তি জানান দিয়েছে ক্যারিবিয়ানরা। স্বভাবতই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাসী উইন্ডিজদের দেখা যাবে।

ত্রিদেশীয় সিরিজের দলে বিশ্বকাপ স্কোয়াডের অনেকে না খেললেও নিজেদের বেঞ্চের শক্তি দেখিয়েছে দলটি। বিশেষ করে ওপেনার শাই হোপের ফর্ম মাশরাফিদের ভাবাতে বাধ্য। এর আগে ঘরের মাঠে শাই হোপের একার সেঞ্চুরির কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। সুতরাং আজ তাঁর প্রতি দৃষ্টি থাকবে সকলের।
বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান ও ইয়াসির আলী রাব্বী।
উইন্ডিজ স্কোয়াডঃ
জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেল্ডন কর্টরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল অ্যামব্রিস, রেইমন্ড রেইফার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রস্টন চেজ, শেন ডওরিচ এবং জোনাথন কার্টার।