promotional_ad

বিশ্বকাপে নতুন দায়িত্বে ক্রিস গেইল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আসন্ন বিশ্বকাপে উইন্ডিজ ক্রিকেট দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। জ্যাসন হোল্ডারের ডেপুটি হিসেবে এরই মধ্যে গেইলের নাম ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। 


সহ অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর গেইল জানিয়েছেন নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তিনি। বিশ্বকাপের একজন অভিজ্ঞ এবং সিনিয়র সদস্য হিসেবে অধিনায়ক এবং বাকি ক্রিকেটারদের সাহায্যার্থে এগিয়ে আসবেন উল্লেখ করে এই হার্ডহিটার ব্যাটসম্যান বলেছেন,  



promotional_ad

'ওয়েস্ট ইন্ডিজের হয়ে যেকোনো ফরম্যাটে প্রতিনিধিত্ব করা সর্বদাই অনেক বেশি সম্মানের এবং এই বিশ্বকাপটি আমার জন্য বিশেষ কিছু। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব হল অধিনায়ক এবং দলের সকলকে সমর্থন করা। এটি সম্ভবত সবথেকে বড় বিশ্বকাপ, সুতরাং এখানে অনেক বেশি প্রত্যাশা থাকবে এবং আমি জানি আমরা অনেক ভাল করবো ওয়েস্ট ইন্ডিজের মানুষের জন্য।' 


উইন্ডিজদের বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম অভিজ্ঞ সদস্য গেইল। এখন পর্যন্ত ক্যারিবিয়ানদের হয়ে মোট ২৮৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৩৮.১৬ গড়ে ১০, ১৫১ রান সংগ্রহ করেছেন। রয়েছে ২৫টি সেঞ্চুরি এবং ৫১টি হাফসেঞ্চুরি। 


২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন গেইল, যেটি ছিল তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। একই সাথে যেকোনো উইন্ডিজ ব্যাটসম্যানের পক্ষে ওয়ানডেতে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এর আগে ২০১০ সালে সর্বশেষ উইন্ডিজদের অধিনায়ক ছিলেন এই ক্যারিবিয়ান। 



এদিকে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটিতে সহ অধিনায়ক থাকছেন ওপেনার শেই হোপ। দেশের হয়ে এই দায়িত্ব পাওয়ার পর দারুণ আনন্দিত ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেছেন,    
 
 'সহ অধিনায়ক হিসেবে ত্রিদেশীয় সিরিজটিতে দায়িত্ব পাওয়া অসাধারণ এক সম্মানের। এই টুর্নামেন্টটির আগে আমাকে এই ভূমিকা পালন করতে বলা হয়েছিল এবং আমি সানন্দে প্রস্তাবটি গ্রহণ করেছিলাম। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের জন্য যেটাই আমাকে করতে বলা হয় আমি তা খুশি হয়েই করবো সবসময় এবং সামনে এগিয়ে আসবো। সুতরাং এটি দুর্দান্ত।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball