মূল ম্যাচে ভিন্ন ক্রিকেট খেলবে বাংলাদেশঃ বাশার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৮৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তবুও জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার মনে করেন মূল ম্যাচে বাংলাদেশের পারফর্মেন্স ভিন্ন হবে।
মূলত আয়ারল্যান্ডের অত্যাধিক ঠান্ডা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণেই টাইগারদের পারফর্মেন্স আশানুরূপ হয়নি বলে মনে করেন জাতীয় দলের এই নির্বাচক।

'যেটাই হয়েছে, কন্ডিশন একটু কঠিন ছিল। হঠাৎ করে ঠান্ডা একটু বেশি। মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছে। আমি নিশ্চিত যে আমরা যখন মূল ম্যাচে ফিরে যাবো আমাদের খেলাটা অন্যরকম হবে।'
তবে প্রস্তুতি ম্যাচে টাইগারদের কাছ থেকে এমন পারফর্মেন্স অপ্রত্যাশিত ছিল বলেই মনে করেন তিনি। প্রস্তুতি ম্যাচের পারফর্মেন্স বাদ দিয়ে মূল ম্যাচে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন হাবিবুল বাশার।
মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের পারফর্মেন্সই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে পুরো ত্রিদেশীয় সিরিজটিকেই পাখির চোখ করছেন জাতীয় দলের এই নির্বাচক।
'এটা অবশ্যই অপ্রত্যাশিত। এটা একটা অনুশীলন ম্যাচ। এটা নিয়ে কথা বলার কিছু নেই। কালকের ম্যাচটা দিয়ে আমাদের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। কালকের ম্যাচে কি করি, সেটাই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'