মরগান-রুটদের নৈপুণ্যে জিতল ইংল্যান্ড

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। কার্ডিফে ব্যাটসম্যানদের নৈপুণ্যে চার বল হাতে রেখেই জয় পেয়েছে স্বাগতিকরা।


পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপ যাত্রা করার আগে এই ম্যাচটি পাকিস্তানের জন্য ছিল কন্ডিশনের পরিক্ষা দেওয়ার ম্যাচ। সেই পরিক্ষায় ভালো করেছে পাক ব্যাটসম্যান বাবর আজম ও হারিস সোহেলরা।


টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে দলটি। বাবর ও হারিস- দুজনেই করেছেন ফিফটি। ওপেনিংয়ে নামা বাবর করেন ৪২ বলে ৬৫ রান।


promotional_ad

ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার। হারিস করেছেন পাঁচটি চার ও একটি ছক্কার সহায়তায় ৩৬ বলে ৫০ রান। দলীয় ৩১ রানে দুই উইকেট পড়লে এই দুজন জুটি গড়েন ১০৩ রানের।


শেষদিকে ইমাদ ওয়াসিমের ১৩ বলে ১৮* রানের সুবাদে বড় লক্ষ্য অর্জন করে পাকিস্তান। টি-টুয়েন্টি অভিষেকে ২৯ রান খরচায় দুই উইকেট নিয়েছেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চার।  


চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বেন ডাকেটের উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। এরপর ৪৫ রানের জুটি গড়েন জেমস ভিন্স এবং জো রুট। 


২৭ বলে ৩৬ রান করে ভিন্স ফিরে গেলে রুটের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন অধিনায়ক ইয়ন মরগান। ৪২ বলে পাঁচটি চারে হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থামেন রুট (৪৭)।  


এরপর দলকে জয়ের বন্দরে নিয়ে যান মরগান ও জো ডেনলি। পাঁচটি চার ও তিনটি ছক্কায় ২৯ বলে অপরাজিত ৫৭ রান করেন মরগান। ১২ বলে ২০* রান করে তাঁকে সঙ্গ দেন ডেনলি।


সংক্ষিপ্ত স্কোরঃ-


পাকিস্তানঃ- ১৭৩/৬ (২০ ওভার)
(বাবর ৬৫, হারিস ৫০; আর্চার ২/২৯)
ইংল্যান্ডঃ- ১৭৫/৩ (১৯.২ ওভার)
(মরগান ৫৭*, রুট ৪৭; ইমাদ ১/২৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball