promotional_ad

বিশ্বকাপকে বেশি গুরুত্ব দেননি আর্চার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ মঞ্চে খেলার স্বপ্ন কখনোই তেমন একটা দেখেননি বোলিং অলরাউন্ডার জোফরা আর্চার। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে ইংলিশদের জার্সিতে অভিষেক হওয়া এই ক্যারিবিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার জানিয়েছেন খুব বেশিদূর চিন্তা করার পরিবর্তে ম্যাচ বাই ম্যাচ খেলার প্রতি গুরুত্ব দিতে ইচ্ছুক তিনি।


পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে নিজের সামর্থ্য প্রমাণ করতে পারলে আগামীতে সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম হবে, বিশ্বাস করছেন আর্চার। আর সেই কারণেই বিশ্বকাপে সুযোগ না পাওয়াকে তেমন গুরুত্ব সহকারে দেখতে নারাজ তিনি। পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি টুয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই অলরাউন্ডার বলেছেন, 



promotional_ad

'আমি ম্যাচ বাই ম্যাচ হিসেবে চিন্তা করি। খুব বেশিদূর ভাবছি না এখনই। আমি যদি এখানে (পাকিস্তানের বিপক্ষে) ভাল করতে পারি, তাহলে হয়তো সামনে এগিয়ে যেতে পারব। তবে আমি বিশ্বকাপের প্রতি বেশি গুরুত্ব দেই নি। আমি যেটি করতে পারি সেটি হলো এখানে ভাল খেলা এবং প্রত্যাশা করা। আমি এটিকে আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দু করার চেষ্টা করবো না। অবশ্যই, যারা এখানে অনেক দিন থেকে খেলছে তাঁরাই এর যোগ্য। সুতরাং আমার খুব বেশি খারাপ লাগবে না বাদ পড়লে।'


ক্যারিবিয়ান বংশোদ্ভূত হওয়ার পরেও ইংল্যান্ডে দীর্ঘ দিন বসবাস করার সুবাদে সেখানকার নাগরিকত্ব পেয়েছেন আর্চার। ইংল্যান্ড ক্রিকেট দলের সকলে তাঁকে স্বাগত জানিয়েছেন দারুণভাবেই। ইংলিশদের সাথে খেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেছেন,   


'তাঁরা (অন্যান্যরা) আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে। দলের অধিকাংশকে আমি আগে থেকে চিনতাম। আপনি যাদের চেনেন তাঁদের সাথে এক দলে খেলা আসলেই দারুণ। কখনো মিডিয়া ভুল তথ্য উত্থাপন করতে পারে কিংবা মানুষকে ভিন্ন পথে ধাবিত করতে পারে। তবে আমি এখানে যতদিন আছি আমার কোনো প্রকার খারাপ লাগেনি কিংবা হিংসা কাজ করেনি। এখানকার সবাই আমাকে স্বাগত জানিয়েছে। আমি খুশি।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball