গড় ও স্ট্রাইক রেটে চোখ শাই হোপের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজের ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেটে উন্নতি করতে চান উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে আজ নিজের পঞ্চাশতম ম্যাচ খেলতে নামবেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
ডাবলিনে অনুষ্ঠিতব্য এই ম্যাচে মাঠে নামার আগে গণমাধ্যমে হোপ জানিয়েছেন বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হিসেবে এই সিরিজটিকে দেখছেন তিনি। একই সাথে ব্যক্তিগতভাবে নিজের ব্যাটিংয়ে উন্নতি করার লক্ষ্য রয়েছে তাঁর। ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান বলেছেন,

'এই সিরিজে অনেক কিছু প্রাপ্তির আছে। এটি বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হিসেবে গণ্য হবে। কিছু বিষয় আছে যেখানে আমি উন্নতি করতে চাই। আমি আমার ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট উন্নতি করতে চাই। আমি ধারাবাহিকভাবে শিখতে চাই। আশা করি এই সফরটি আমার নিজের এবং দলের উন্নতির জন্য সহায়ক হবে।'
পঞ্চাশটি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে যথেষ্ট গর্বিত হোপ। মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকা এই ক্যারিবিয়ান দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলা অনেক বেশি সম্মানের বলে উল্লেখ করেছেন,
'এই মাইলফলকে পা রাখা দারুণ সম্মানের। ওয়েস্ট ইন্ডিজের প্রতিবার খেলতে নামা এবং দেশের মানুষের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক বেশি সম্মানের। ৫০টি ওয়ানডে খেলা আসলেই বিশেষ কিছু। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিছু করতে পারা সর্বদা আনন্দের,' বলেন হোপ।
এখন পর্যন্ত মোট ৪৯টি ওয়ানডেতে ১৭৭৭ রান করেছেন শাই হোপ। যেখানে তিনি হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি এবং ৮টি হাফসেঞ্চুরি। তাঁর ব্যাটিং গড় ৪৫.৫৬ গড় এবং স্ট্রাইক রেট ৭২.৩৮। এবার এই গড় ও স্ট্রাইক রেট উন্নতির লক্ষ্য নিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলতে নামবেন তিনি।
উল্লেখ্য আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে উইন্ডিজ। ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।