হুমকির নাম শ্যানন গ্যাব্রিয়েল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ প্রায় দেড় বছর পর উইন্ডিজ দলে ফেরা পেসার শ্যানন গ্যাব্রিয়েলকে নিয়ে যথেষ্ট আশাবাদী ক্যারিবিয়ান অধিনায়ক জ্যাসন হোল্ডার। আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে গ্যাব্রিয়েল দলের জন্য সাফল্য বয়ে আনবে। তাঁকে বাকি দুই দলের জন্য হুমকি হিসেবে দেখছেন এই দলপতি।
উইন্ডিজ দলপতির মতে প্রতিপক্ষ মিডল অর্ডারে ধ্বস নামানোর মতো একজন আদর্শ পেসার ৩১ বছর বয়সী গ্যাব্রিয়েল। ইনিংসের মাঝামাঝি সময়ে ব্রেক থ্রু এনে দেয়া বোলারের অভাব পূরণ করতে সক্ষম হবেন তিনি জানিয়ে সংবাদ সম্মেলনে হোল্ডার বলেছেন,
'শ্যানন আমাদের দেখা মতে অনেক বড় প্রভাব খাটানো একজন খেলোয়াড়। তাঁর ভূমিকা হলো মাঠে এসে মিডল অর্ডারে ধ্বস নামানো (প্রতিপক্ষের)।

এর আগে আমাদের উদ্বেগের বিষয় ছিল ইনিংসের মাঝামাঝি সময়ে উইকেট না পাওয়ার বিষয়টি। সুতরাং শ্যাননের মতো একজনকে পাওয়া আসলেই অনেক বড় কিছু। তাঁর পেস এবং অভিজ্ঞতা রয়েছে যার মাধ্যমে আমাদের জন্য সে ভাল কিছু নিয়ে আসবে।'
স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে উইন্ডিজ। বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি হিসেবে এই সিরিজটিকে গণ্য করছেন হোল্ডার। ক্যারিবিয়ান দলপতি জানিয়েছেন তিন বিভাগে ভালো খেলে দল হিসেবে নিজেদের প্রমাণ উন্মুখ তিনি,
'আমরা যদি তিন বিভাগেই ভাল করতে পারি, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের ক্ষেত্রে তাহলে অবশ্যই দিন শেষে আমরা একটি ভাল দল হিসেবে গণ্য হবো। আমরা এটাকে বিশ্বকাপ প্রস্তুতির জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছি,' বলেছেন হোল্ডার।
আইপিএলের কারণে ত্রিদেশীয় এই সিরিজের স্কোয়াডে থাকছেন না ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে তাঁদের অনুপস্থিতি সুযোগ করে দিচ্ছে সুনীল আমব্রিস, জন ক্যাম্পবেল, শেন ডওরিচ কিংবা রেইমন রেইফারদের মতো নতুনদের। হোল্ডারের বিশ্বাস এই সিরিজে খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্য সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পাবে তাঁরা। ক্যারিবিয়ান দলপতির ভাষ্যমতে,
'এই ছেলেরা আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সামর্থ্য জানার সুযোগ পাবে। তাদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে কিংবা ওয়ানডেতে খেলেনি এবং এটি তাদের জন্য একটি সুযোগ এই অঙ্গনে খেলার। আমি নিশ্চিত যে তারা সুযোগটি নেয়ার জন্য মুখিয়ে থাকবে।'
উল্লেখ্য আজ স্বাগতিক আয়ারল্যান্ড এবং সফরকারী উইন্ডিজদের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে দুই দল।