promotional_ad

সিপিএলে পুরনো দলে ফিরলেন গেইল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টানা দুই আসর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াস দলে ফিরছেন উইন্ডিজ তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। শনিবার গেইলকে মার্কি খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করেছে তালাওয়াস কর্তৃপক্ষ। 


এর আগে ২০১৩ এবং ২০১৬ সালে তালাওয়াসকে নেতৃত্ব দিয়েছিলেন ক্রিস গেইল। তাঁর নেতৃত্বে এই দুই আসরের শিরোপা ঘরে তুলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে ২০১৬ সালের আসরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলটিতে যোগ দেন তিনি।



promotional_ad

এরপর ২০১৭ সালে তাঁর অধীনে সিপিএলের ফাইনাল খেলেছিল সেন্ট কিটস। এর পরের বছর অর্থাৎ ২০১৮ সালের আসরে দলটিকে প্লে অফে নিয়ে গিয়েছিলেন গেইল। এবার আবারো পুরনো দলে ফিরছেন তিনি। 


এদিকে গেইলকে দলে পাওয়ায় বেশ আনন্দিত তালাওয়াসের সিওও জেফারসন মিলার। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন গেইলের দলে যোগ দেয়ার জন্য বেশ মুখিয়ে আছেন তারা। ক্যারিবিয়ান এই বিস্ফোরক ব্যাটসম্যান প্রসঙ্গে তাঁর ভাষ্য, 


'আমরা আগামী আসরে ক্রিস গেইলকে পাওয়ায় বেশ আনন্দিত। টি টুয়েন্টি ক্রিকেটে তাঁর মতো বড় ক্রিকেটার তেমন নেই এবং আমরা তাঁর জন্য মুখিয়ে আছি ও জ্যামাইকার সমর্থকদের গর্বিত করার প্রহর গুনছি। সিপিএলের তৃতীয় শিরোপা এনে দেয়ার ক্ষেত্রে আমরা ক্রিসের ওপর নির্ভর করবো।'



সিপিএলের আসরে এখন পর্যন্ত ২১১১ রান নিয়ে শীর্ষ রান সংগ্রাহক গেইল। হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি যার সবগুলোই জ্যামাইকা তালাওয়াসের হয়ে। এছাড়াও মোট ১৩টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। 


উল্লেখ্য ৩৯ বছর বয়সী গেইল বর্তমানে খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। এখন পর্যন্ত ১২টি ইনিংসে ১৫৮.৭৬ স্ট্রাইক রেট এবং ৪২ গড়ে মোট ৪৬২ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে হাঁকিয়েছেন ৪টি হাফসেঞ্চুরি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball