ইনজুরিগ্রস্ত ক্রিকেটারদের নিয়ে প্রোটিয়াদের অনুশীলন ক্যাম্প

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ উপলক্ষে সামনের সপ্তাহে অনুশীলন ক্যাম্প শুরু করবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই ক্যাম্প শুরুর আগেই ইনজুরিতে ভুগছেন দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
কেউ কেউ আছেন রিহ্যাব বা পুনর্বাসন প্রক্রিয়ায়। তাই আসন্ন অনুশীলন ক্যাম্পে গা গরম করার বদলে রিহ্যাব প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে অনেককেই।
এখনও কাঁধের ইনজুরি সারেনি দলের পেস তারকা ডেল স্টেইনের। এছাড়া অনরিচ নর্তজের কাঁধের ইনজুরি এবং লুঙ্গি এনগিদির পেশীর ইনজুরির পুনর্বাসন চলছে।

দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা কাগিসো রাবাদাকে নিয়ে। আইপিএল থেকে এই বোলার দেশে ফিরেছেন ইনজুরি নিয়ে। তাঁর পিঠের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় আছে দল। দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজী জানান,
'রাবাদার পিঠের ইনজুরি বেশ পুরানো। বিশ্বকাপ আসার আগেই যেন সে পুরোপুরি ফিট হতে পারে এজন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের মেডিকেল বিভাগ কাজ করে যাচ্ছে। সে বিশেষজ্ঞের পরামর্শ নিবে এবং পুনর্বাসনে অংশ নিবে।'
উল্লেখ্য, গত সপ্তাহের রবিবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পর পিঠে ব্যথা অনুভব করেন রাবাদা। যেকারণে গত বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাঁকে একাদশের বাইরে রেখেছিল দিল্লী।
পরবর্তীতে তাঁর পিঠের স্ক্যান করে সে রিপোর্ট পাঠানো হয়েছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের কাছে। এরপরই তাঁকে দেশে ফিরে আসার নির্দেশ দেয় আফ্রিকার ক্রিকেট বোর্ড।
চলতি আইপিএলে ১২ ম্যাচে ২৫ টি উইকেট তুলে নিয়েছিলেন রাবাদা। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি।