এবার টি-টুয়েন্টি অভিষেকের অপেক্ষায় আর্চার

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামছে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তান। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৭.৩০ মিনিটে।
একমাত্র টি-টুয়েন্টি ম্যাচের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হচ্ছে দুই দলের। তাই দুই দলেরই নজর থাকবে শুভ সূচনার দিকে।
মাঠে নামার আগে কিছুটা ফুরফুরে মেজাজে থাকবে ইংলিশরা। নিজেদের শেষ ওয়ানডেতে শুক্রবার দিন আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে দলটি।

হোম কন্ডিশনে মাঠে নামার আগে তাই মানসিকভাবে এগিয়ে থাকবে তাঁরা। এছাড়া, গেল পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে ইয়ন মরগানের দল। একটিতে হেরেছে, আর অবশিষ্ট ম্যাচটি টাই হয়েছে।
এদিকে পাকিস্তানের হয়ে ম্যাচটিতে খেলবেন না দলের অলরাউন্ডার শোয়েব মালিক। ব্যক্তিগত ছুটিতে কয়েকদিন আগে দশ দিনের জন্য ইংল্যান্ড থেকে পাকিস্তানে ফিরে গিয়েছেন তিনি।
ম্যাচটিতে একাদশে থাকার সমূহ সম্ভাবনা আছে পাক পেসার মোহাম্মদ আমিরের। এছাড়া ইংল্যান্ডের পোশাকে এই ম্যাচে টি-টুয়েন্টি অভিষেক হবে জফরা আর্চারের। গেল শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর।
ম্যাচটিতে আট ওভার বল করে ৪০ রান খরচায় এক উইকেট নিয়েছিলেন তিনি। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচে ডেভিড মালান ইনজুরিতে পড়ায় এই ম্যাচে ইংলিশদের হয়ে ওপেন করবেন বেন ডাকেট।
সম্ভাব্য একাদশঃ-
ইংল্যান্ডঃ- বেন ডাকেট, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জো ডেনলি, বেন ফোকস (উইকেটরক্ষক), ডেভিড উইলি, টম কারান, জফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান।
পাকিস্তানঃ- ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, আবিদ আলি, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ইয়াসির শাহ, জুনায়েদ খান।