promotional_ad

অন্যতম সেরা টুর্নামেন্ট হবে এবারের বিশ্বকাপঃ সাঙ্গাকারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৯ বিশ্বকাপ হবে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ, ভবিষৎবাণী করেছেন লঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারা।
একই সাথে এবারের আসরটি যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে বলে মনে করেন তিনি। 


দশ দলের টুর্নামেন্ট হওয়ার কারণে প্রত্যেকটি দলকেই পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য কঠিন প্রতিযোগিতা করতে হবে। শুধু তাই নয়, এবারের বিশ্বকাপ রাউন্ড রবিন লীগের মাধ্যমে হওয়ার কারণে পরীক্ষিত দল গুলোই শেষ চারে জায়গা করে নিবে।



promotional_ad

'আমার কাছে মনে হয় এই বিশ্বকাপটি এখন পর্যন্ত অন্যতম সেরা টুর্নামেন্ট হবে। এখানে অনেক প্রতিযোগিতা হবে এবং আমি নিশ্চিত যে আমরা দারুণ ক্রিকেট দেখতে পাবো।'


দর্শকদের জন্যও এই বিশ্বকাপের আসরটি যথেষ্ট উপভোগ্য হবে বলে বিশ্বাস লঙ্কান এই কিংবদন্তীর। টুর্নামেন্ট নিয়ে রোমাঞ্চিত সাঙ্গার ভাষ্যমতে, 'দর্শকেরা অনেক উপভোগ করবে। খেলাটির জন্য এটি অনেক বড় একটি উপলক্ষ এবং আমি আসলেই অনেক রোমাঞ্চিত।'  


সম্প্রতি প্রথম এশিয়ার ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন ৪১ বছর বয়সী সাঙ্গাকারা। নতুন এই দায়িত্ব পাওয়ার পর লঙ্কান সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান আইসিসি এবং এমসিসির ক্রিকেটকে বিস্তৃত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, 



'আমি মনে করি আইসিসি দারুণ একটি কাজ করছে খেলাটিকে বিস্তৃত করার ক্ষেত্রে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো নতুন দলকে তারা আওতাভুক্ত করছে। এমসিসি এটি অনন্য উপায়ে করছে এবং নতুন দেশগুলোকে একত্রিত করছে,' বলেছেন সাঙ্গাকারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball