আয়ারল্যান্ডের সামনে গেইল-রাসেল বিহীন উইন্ডিজ দল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামীকাল সফরকারী উইন্ডিজ এবং স্বাগতিক আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচটিতে তথা পুরো সিরিজেই ক্যারিবিয়ানরা খেলতে নামবে অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ১৪ সদস্যের ঘোষিত স্কোয়াডের অধিকাংশই থাকছেন না সিরিজটিতে। আইপিএলে খেলতে বর্তমানে ক্রিস গেইল,আন্দ্রে রাসেলরা অবস্থান করছেন ভারতে।
অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি সুযোগ করে দিচ্ছে ক্যারিবিয়ান তরুণ ক্রিকেটারদের সামর্থ্য প্রমাণ করার। এই তালিকায় থাকছেন সুনীল আমব্রিস, জন ক্যাম্পবেল, শেন ডওরিচ কিংবা রেইমন রেইফারদের মতো খেলোয়াড়েরা।
আইরিশদের বিপক্ষে আগামীকালের ম্যাচে উইন্ডিজদের হয়ে গুরু দায়িত্ব পালন করতে হবে ড্যারেন ব্রাভো, শাই হোপ কিংবা অধিনায়ক জ্যাসন হোল্ডারদের। এছাড়াও ইংল্যান্ডে সিরিজে দারুণ বোলিং করা শেল্ডন কর্টরেলদের সাথে দুই অভিজ্ঞ কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েলও রাখতে পারেন কার্যকরী ভূমিকা।
এদিকে আত্মবিশ্বাসের দিক থেকে খুব একটা পিছিয়ে নেই স্বাগতিক আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবারের ম্যাচে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছে তারা। ৪ উইকেটের পরাজিত হলে আইরিশ বোলাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন।

বিশেষ করে ১৯ বছর বয়সী অভিষিক্ত অলরাউন্ডার জস লিটল ছিলেন দুর্দান্ত ফর্মে। ৮ ওভার বোলিং করে মাত্র ৪৫ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। লিটলের এই পারফর্মেন্সে স্বাগতিকদের ছুঁড়ে দেয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছিল ইংল্যান্ড। তবে আইরিশ ব্যাটসম্যানদের কাছে বড় রান চাইবেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
বিশেষ করে দলটির প্রথম সারির ব্যাটসম্যান অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং এবং এন্ড্রু বালবির্নির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ভালো পারফর্মেন্স দেখাতে হবে। দলকে শুভ সূচনা এনে দেয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে হবে তাদেরই।
পিচ এবং কন্ডিশনঃ
সফরকারী ইংল্যান্ড এবং স্বাগতিক আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটির শুরুতে শুক্রবার বৃষ্টি হানা দিয়েছিল। আগামীকাল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির সম্ভাবনা খুব একটা না থাকলেও আবহাওয়ার পূর্বাভাস বলছে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন।
ওভারকাস্ট কন্ডিশন থাকায় বোলিংয়ে সুইং পাবেন পেসাররা এবং টসে জিতে ফিল্ডিংই হবে উপযুক্ত সিদ্ধান্ত। এই মাঠে সর্বশেষ ২০১৭ সালে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেবার বাংলাদেশের বিপক্ষে ২৭০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল নিউজিল্যান্ড।
আয়ারল্যান্ড স্কোয়াডঃ
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র্যানকিন, পল স্টার্লিং, মার্ক অ্যাডেয়ার, লরক্যান টাকার, গ্যারি উইলসন।
উইন্ডিজ স্কোয়াডঃ
জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল অ্যামব্রিস, রেয়মন্ড রেইফার, ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রস্টোন চেজ, শেন ডাওরিচ এবং জোনাথন কার্টার।