আইরিশদের আশা দেখাচ্ছে তরুণরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে ধারাবাহিকতা বজায় রাখার প্রতি গুরুত্ব দিচ্ছেন স্বাগতিক আয়ারল্যান্ড দলের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছে আয়ারল্যান্ড।
ম্যাচটিতে ৪ উইকেটে পরাজিত হলেও বল হাতে ভালো করেছেন ১৯ বছর বয়সী অলরাউন্ডার জস লিটল। ৮ ওভার বোলিং করে ৪৫ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি।লিটল ছাড়াও ম্যাচটিতে অভিষেক হয়েছিল মার্ক অ্যাডেয়ার এবং লরকান টাকারের।

তিন জনই আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডের জায়গা করে নিয়েছেন। পোর্টারফিল্ডের বিশ্বাস তরুণ ক্রিকেটাররা ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তাঁদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আইরিশ দলপতি বলেছেন,
'আমরা অনেক বেশি লড়াই দেখিয়েছি, বিশেষ করে তিন অভিষিক্ত ক্রিকেটাররা। এই ছেলেদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, শুধুমাত্র তাঁদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা আগামী ১৫-২০ দিনের মধ্যে সাতটি ওয়ানডে খেলব। আমাদের নিজেদের কাজটি ঠিকভাবে করে যেতে হবে।'
শনিবার সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে ১৯৮ রানে অলআউট হয়েছিল আয়ারল্যান্ড। আইরিশদের ছুঁড়ে দেয়া ১৯৯ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। আয়ারল্যান্ডের দারুণ বোলিংয়ের সামনে জো রুট, ইয়ন মরগান, জেমস ভিন্সদের মতো ব্যাটসম্যানেরাও নিজেদের সামর্থ্যের জানান দিতে ব্যর্থ হন।