মেজাজ হারিয়ে আলোচনায় দীনেশ কার্তিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে গত ম্যাচে ৭ উইকেটের বড় জয় দিয়ে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ম্যাচটিতে জয়ের আনন্দ ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে অধিনায়ক দীনেশ কার্তিকের উত্তপ্ত বাক্যালাপ।
মূল ঘটনা শুরু হয়েছিল পাঞ্জাবের ব্যাটিংয়ের সময়। পাঞ্জাবের ব্যাটিংয়ের অষ্টম ওভারে স্পিনার পীযুষ চাওলার হাতে বল তুলে দিয়েছিলেন কেকেআর অধিনায়ক কার্তিক। সেই ওভারটি থেকে নিকোলাস পুরান এবং মায়াংক আগারওয়াল মিলে ১৪ রান নিয়েছিলেন।

আর এতে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন দলের ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। টিভি রিপ্লেতে রবিন উথাপ্পার সাথে উত্তেজিত হয়ে কথা বলতেও দেখা যায় তাঁকে। সেসময় তাঁকে শান্ত করার চেষ্টা করছিলেন উথাপ্পা। চাওলার ওভার শেষ হওয়ার পর স্ট্র্যাটেজিক টাইমআউটের বিরতিতে দেখা যায় কোচ ক্যালিসের পাশে উত্তেজিত হয়ে বক্তব্য দিচ্ছেন কার্তিক। সেসময় বেশ রাগান্বিত ছিলেন তিনি।
তবে ম্যাচ শেষে এই ঘটনার একটি ব্যাখ্যা অবশ্য দিয়েছেন কেকেআর অধিনায়ক কার্তিক। জানিয়েছেন বোলার এবং ফিল্ডারের ভূমিকায় সন্তুষ্ট হতে পারছিলেন না বিধায় এভাবে রাগান্বিত হয়েছিলেন তিনি,
'বোলার ও ফিল্ডারদের ভূমিকায় আমি সন্তুষ্ট হতে পারছিলাম না। তখন মনে হয়েছিল, আমি যেটা অনুভব করছি বাকিরাও যেন সেটা বুঝতে পারে। আমার রাগ হয়তো সহজে দেখা যায় না। কিন্তু ছেলেদের থেকে সেরাটা বার করে আনার জন্য যদি আমাকে রাগতে হয়, তা হলে আমি রাগতে রাজি', বলেন কার্তিক।
উল্লেখ্য পাঞ্জাবের ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে এসে মাত্র ৪ রান খরচ করেছিলেন কেকেআরের ক্যারিবিয়ান রিক্রুট সুনীল নারিন। কিন্তু এরপর তাঁকে আর বোলিং না দিয়ে একবারে নবম ওভারে নিয়ে আসেন অধিনায়ক কার্তিক। এই কারণে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন নারিন।