ফোকস-টমের ব্যাটে জিতল ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেন ফোকস ও টম কুরানের ব্যাটে একমাত্র ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে জয়ের ধারা অব্যহত রেখেছে ইংলিশরা।
১৯৯ রানের ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন জেমস ভিন্স ও ডেভিড মালান। ভিন্স আউট হয়েছেন ১৮ রান করে। এরপর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
রুট ৭, মরগ্যান ০, ডেনলি ৮ করে ফিরেছেন। একপ্রান্ত আগলে রেখে মালান ফিরেছেন ২৪ রান করে। এরপর ষষ্ঠ উইকেটে বেন ফোকস ও ডেভিড উইলি ৩৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।
উইলি ২০ রান করে ফিরলে এই জুটি ভাঙে। সপ্তম উইকেটে টম কুরানকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বেন ফোকস। তাঁর ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬১ রানের ইনিংস।
টম কুরান খেলেছেন ৪৭ রানের ইনিংস। আয়ারল্যান্ডের হয়ে জসুয়া লিটল একাই নিয়েছেন ৪টি উইকেট। ১টি করে উইকেট দখল করেছেন টিম মুরতাঘ, ও বয়েড র্যাংকিন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল আইরিশরা। দুই ওপেনার পল স্টারলিং ও উইলিয়াম পোর্টারফিল্ড উদ্বোধনী জুটিতে তুলেন ৫৫ রান। ৩৩ রান করে স্টারলিং ফেরার পরই শুরু হয় আইরিশ ব্যাটসম্যানদের আসা যাওয়া।
এরপর পোর্টারফিল্ড আউট হয়ে যান ১৭ রান করে। মিডেল অর্ডারে অ্যান্ডি বালবির্নি ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। ওয়ান ডাউনে নামা এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ২৯ রান।
শেষ দিকে জর্জ ডকরেল ২৪ ও অভিষিক্ত মার্ক অ্যাডায়ারের ব্যাট থেকে ৩২ রান। এই দুজনের ব্যাটে ভর করে লজ্জা এড়িয়েছে আয়ারল্যান্ড। ইনিংসের ৪১ বল বাকি থাকতে ১৯৮ রানেই থামে আয়ারল্যান্ডের ইনিংস।
ইংল্যান্ডের পক্ষে ৭ ওভারে ৩৫ রান খরচায় ৪টি উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট। ৩টি উইকেট শিকার করেছেন টম কুরান। অভিষিক্ত জফরা আর্চার ৮ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ডঃ ১৯৮/১০ (৪৩.১ ওভার)
(স্টার্লিং ৩৩, অ্যাডায়ার ৩২, বালবির্নি ২৯; প্লাঙ্কেট ৩৫৪, কুরান ৩/৩৫)
ইংল্যান্ডঃ ১৯৯/৬ (৪২ ওভার)
(ফোকস ৪১*, কুরান ৪৭, মালান ২৪, উইলি ২০, লিটল ৪/৪৪)