promotional_ad

৮০ দলের টি- টুয়েন্টি র‍্যাঙ্কিং প্রকাশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথমবারের মতো ৮০টি দেশের টি টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।  ২০১৬ সালের মে মাসের পর থেকে অন্তত ৬টি টুয়েন্টি ম্যাচ খেলা দেশকে নিয়ে এই তালিকাটি সাজিয়েছে আইসিসি। 


যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছে অস্ট্রিয়া, বতসোয়ানা, লুক্সেমবার্গ এবং মোজাম্বিক। তবে টি টুয়েন্টি র‍্যাংকিংয়ের তালিকায় যথারীতি শীর্ষে আছে পাকিস্তান। কিন্তু অবনতি হয়েছে ভারতের। 


দ্বিতীয়স্থান থেকে পঞ্চমস্থানে নেমে গিয়েছে তাঁরা। অপরদিকে পঞ্চমে থাকা দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে দুই নম্বরে। এছাড়াও নবম অবস্থানে থাকা শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে উঠে এসেছে অষ্টমে। এক ধাপ নিচে নেমে নবম অবস্থানে আছে উইন্ডিজরা। 


তবে নিজেদের ক্রিকেট ইতিহাসে সব থেকে সেরা অবস্থান সপ্তমে উঠে এসেছে আফগানিস্তান। আর বাংলাদেশের অবস্থান যথারীতি দশমেই রয়েছে। ১১ নম্বরে থাকা নেপালের থেকে টাইগারদের ব্যবধান মাত্র ৮। 


বর্তমানে বাংলাদেশের টি টুয়েন্টি রেটিং পয়েন্ট ২২০ এবং নেপালের ২১২। এছাড়াও স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউগিনি, ওমান, হংকং এবং নামিবিয়া আছে সেরা বিশের তালিকায়। 


উল্লেখ্য আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী টি টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে জায়গা পাওয়া দেশগুলো চলতি বছরের পহেলা জানুয়ারি নিজেদের মধ্যে যেসব ম্যাচ খেলেছে সেগুলোকে আন্তর্জাতিক মর্যাদা প্রদান করা হবে। 


আইসিসির প্রকাশিত ৮০ দলের টি টুয়েন্টি র‌্যাঙ্কিংঃ 


১. পাকিস্তান- ২৮৬


২. দক্ষিণ আফ্রিকা- ২৬২


৩. ইংল্যান্ড- ২৬১


৪. অস্ট্রেলিয়া- ২৬১


৫. ভারত- ২৬০


৬. নিউজিল্যান্ড- ২৫৪


৭. আফগানিস্তান- ২??১


৮. শ্রীলঙ্কা- ২২৭


৯. ওয়েস্ট ইন্ডিজ- ২২৬


১০. বাংলাদেশ- ২২০


১১. নেপাল- ২১২


১২. স্কটল্যান্ড- ১৯৯


১৩. জিম্বাবুয়ে- ১৯২


১৪. নেদারল্যান্ডস- ১৮৭


১৫. আয়ারল্যান্ড- ১২


১৬. আরব আমিরাত- ১৮১


১৭. পাপুয়া নিউগিনি- ১৭২


১৮. ওমান- ১৫৫


১৯. হংকং- ১৫২


২০. নামিবিয়া- ১৪১


২১. কাতার- ১২৯


২২. সৌদি আরব- ১২১



promotional_ad

২৩. সিংগাপুর- ১১৮


২৪. ডেনমার্ক- ১১৬


২৫. কানাডা- ১১১


২৬. জার্সি- ১০৬


২৭. কুয়েত- ১০৪


২৮. ঘানা- ১০০


২৯. কেনিয়া- ৯৫


৩০. সোয়ানা- ৯৩


৩১. যুক্তরাষ্ট্র- ৮৪


৩২. অস্ট্রিয়া- ৭৩


৩৩. মালয়েশিয়া- ৭৩


৩৪. গার্নসি- ৬৮


৩৫. উগান্ডা- ৬৮


৩৬. জার্মানি- ৬৪


৩৭. সুইডেন- ৫৮


৩৮. তানজানিয়া- ৫৬


৩৯. নাইজেরিয়া- ৫৫


৪০. লুক্সেমবার্গ- ৫৫


৪১. স্পেইন- ৫৩


৪২. ফিলিপাইন- ৪৮


৪৩. ফ্রান্স- ৪৫


৪৪. বেলিজ- ৪২


৪৫. বেলজিয়াম- ৪০


৪৬. পেরু- ৪০


৪৭. বাহরাইন- ৩৭


৪৮. মেক্সিকো- ৩৬


৪৯. ফিজি- ৩৫


৫০. সামোয়া- ৩৪


৫১. ভানুয়াটু- ৩৩


৫২. পানামা- ৩২



৫৩. জাপান- ৩২


৫৪. কোস্টা রিকা- ৩২


৫৫. থাইল্যান্ড- ৩১


৫৬. আর্জেন্টিনা- ৩১


৫৭. হাঙ্গেরি- ৩০


৫৮. মোজাম্বিক- ২৯


৫৯. চিলি- ২৫


৬০. মালাবি- ২৫


৬১. ইসরায়েল- ২৫


৬২. ভুটান- ২৩


৬৩. ফিনল্যান্ড- ২২


৬৪. দক্ষিণ কোরিয়া- ২২


৬৫. আইসল অব ম্যান- ২১


৬৬. মাল্টা- ১৪


৬৭. বুলগেরিয়া- ১৪


৬৮. সিয়েরা লিওন- ১২


৬৯. ব্রাজিল- ১২


৭০. চেক রিপাবলিক- ৯


৭১. সেইন্ট হেলেনা- ৯


৭২. মালদ্বীপ- ৮


৭৩. জিব্রাল্টার- ৪


৭৪. মায়ানমার- ৩


৭৫. ইন্দোনেশিয়া- ০


৭৬. চায়না- ০


৭৭. গাম্বিয়া- ০


৭৮. সোয়াজিল্যান্ড- ০


৭৯. রুয়ান্ডা- ০


৮০. লেসোথো- ০



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball