promotional_ad

বিশ্বকাপের সিঁড়ি আয়ারল্যান্ড সিরিজ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তাসকিন আহমেদের। তবে আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে জায়গা করে নিয়েছেন তিনি। আয়ারল্যান্ডের পারফর্মেন্স দিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছেন তাসকিন।


দীর্ঘসময় পর জাতীয় দলে জায়গা মিলেছে তাসকিনের, দলে ফিরতে হলে বেশ কাঠখড় পড়াতে হবে তাঁকে। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করার চাপ থাকলেও নিজের স্বাভাবিক বোলিং করতে চান তাসকিন।



promotional_ad

২০১৭ সালের জানুয়ারিতে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন তিনি। শ্রীলংকার মাটিতে নিদাহাস ট্রফিতে টি-টুয়েন্টি ম্যাচে খেলেছিলেন তিনি।


‘আমি ঠিক সেভাবেই বল করতে চাই যেমনটা আমি আগে করেছি। অনেক ম্যাচে না খেলার পর জাতীয় দলে খেলা বেশ চ্যালেঞ্জিং। জাতীয় দলে যখন কেউ আপনার জায়গায় খেলবে এবং ভালো করবে তখন ফিরে আসাটা কঠিন,’ ক্রিকইনফোকে বলেছেন তাসকিন।


‘আয়ারল্যান্ডে পারফর্ম করাটা আমার জন্যে চাপের বিষয়। আমার ভালো করতে হবে। আমি চাপ কমানোর চেষ্টায় আছি। আমার মনে হয় আমি যদি সঠিক পথে এগিয়ে যেতে পারি তাহলে সবকিছু ঠিকভাবে হবে। আমার ইচ্ছা ভালো করার। আমি ভালো করতে চাই।‘



গেল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পারফর্মেন্সেই হয়তো অনুপ্রাণিত হবেন তাসকিন। সিলেট সিক্সার্সের হয়ে ১৪.৪৫ গড়ে ২২ উইকেট নিয়েছিলেন এই স্পিড স্টার। হয়েছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও।


বিপিএলের পর গোড়ালির ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েন তিনি। কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লীগ দিয়ে ম্যাচে ফিরেছেন তাসকিন। লিজেন্ডস অফ রুপগঞ্জের হয়ে মাত্র তিন ম্যাচে খেলার সুযোগ হয়েছিল তাঁর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball