মহারণে মুখোমুখি গেইল-রাসেলরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে শুক্রবার রাতের খেলায় মুখোমুখি হতে যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স। চন্ডিগড়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে। দুই দলের কোনো দলেরই এখনো প্লে অফ নিশ্চিত না হওয়ায় আজকের ম্যাচটি কার্যত নক আউটে পরিনত হয়েছে।
দুই দলই এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ১২টি করে, সমান পাঁচ জয় থাকায় নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে কলকাতা। পাঞ্জাবের অবস্থান সাত নম্বরে।
এই ম্যাচ জিতলে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ অগ্রসর হবে কলকাতা, রান রেটে পিছিয়ে থাকা পাঞ্জাবের সামনে সুযোগ থাকছে দুই ধাপ অগ্রসর হয়ে পয়েন্ট টেবিলে পাঁচে জায়গা করে নেয়ার।

এখন পর্যন্ত প্লে অফ নিশ্চিত করা তিনটি দল হচ্ছে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লী ক্যাপিটালস। চতুর্থ দল হিসেবে আইপিএল প্লে অফে জায়গা করে নিতে পারে কলকাতা, পাঞ্জাব, হায়দ্রাবাদ ও রাজস্থান।
এদিকে আর ৫৮ রান হলেই টি-টুয়েন্টি ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক অর্জন করবেন আন্দ্রে রাসেল। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি হবে তাঁর ৩০০তম টি-টুয়েন্টি ম্যাচ।
ম্যাচটি পাঞ্জাবের ঘরের মাঠে হওয়ায় মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে তাঁরা। এখন পর্যন্ত পাঞ্জাবের পাঁচ জয়ের চারটিই এসেছে মোহালিতে।
এছাড়াও দুই দলের শেষ পাঁচবারের দেখায় তিনবার জিতেছে পাঞ্জাব। জিততে হলে আসরে দুর্দান্ত ফর্মে থাকা গেইল-রাহুলদের দলের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে রাসেল-লিনদের।
কিংস ইলেভেন পাঞ্জাব একাদশ (সম্ভাব্য)- ক্রিস গেইল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), ডেভিড মিলার, মানদ্বিপ সিং, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অঙ্কিত রাজপুত, মুরগান অশ্বিন, আর্শদিপ সিং, মোহাম্মদ সামি।
কলকাতা নাইট রাইডার্স একাদশ (সম্ভাব্য)- ক্রিস লিন, শুবমান গিল, আন্দ্রে রাসেল, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), নিতিশ রানা, সুনিল নারিন, পীযূষ চাওলা, হ্যারি গার্নার, সন্দীপ ওয়ারীআর, প্রসিধ কৃষ্ণ।