আইপিএল শেষ কাগিসো রাবাদার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের বাকি অংশে আর খেলা হচ্ছে না দিল্লী ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকান রিক্রুট কাগিসো রাবাদার। পিঠের ইনজুরির কারণে আইপিএলের শেষ ভাগ থেকে ছিটকে পড়েছেন তিনি।


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে দ্রুত দেশে ফিরে যাওয়ার আদেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। শুক্রবার দিল্লী ক্যাপিটালস কর্তৃপক্ষ রাবাদার আইপিএল থেকে ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বার্তায় রাবাদা বলেন, 


‘টুর্নামেন্টের এ অবস্থায় দিল্লী ক্যাপিট্যালসকে ছেড়ে যাওয়া অনেক কঠিন আমার জন্য। কিন্তু বিশ্বকাপের মাত্র এক মাস বাকি। তাই আমাকে সিদ্ধান্তটি নিতেই হয়েছে। দিল্লীর হয়ে মাঠ এবং মাঠের বাইরে অসাধারণ সময় কাটিয়েছি। আমি বিশ্বাস করি আমাদের দল এবার শিরোপা জিততে পারবে।’


promotional_ad

চলতি আইপিএলে ১২ ম্যাচে ২৫ উইকেট তুলে নিয়েছিলেন রাবাদা। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। তাঁর সামনে সুযোগ ছিল আইপিএলের সবচেয়ে বেশী উইকেট শিকারি হওয়ার রেকর্ডটি নিজের দখলে নেয়ার।


যা দখল করে রেখেছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো (৩২ উইকেট)। কিন্তু রাবাদা ছিটকে পড়ায় রেকর্ডটি নিজের করেই রাখলেন এই ক্যারিবিয়ান।


গেল রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম??যাচের পর পিঠে ব্যথা অনুভব করেন রাবাদা। যেকারণে বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাঁকে একাদশের বাইরে রেখেছিল দিল্লী। 


পরবর্তীতে তাঁর পিঠের স্ক্যান করে সে রিপোর্ট পাঠানো হয় দক্ষিণ আফ্রিকান বোর্ডের কাছে। এরপরই তাঁকে দেশে ফিরে আসার নির্দেশ দেয় প্রোটিয়া ক্রিকেট বোর্ড। 


ইনজুরির কারণে এই নিয়ে দক্ষিণ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার হিসেবে চলতি আইপিএল থেকে ছিটকে পড়লেন রাবাদা। আইপিএল শুরুর আগেই চেন্নাইয়ের পেসার লুঙ্গি এনগিদি এবং কলকাতা নাইট রাইডার্সের এনরিচ নর্টজে ইনজুরিতে পড়ে আইপিএল থেকে ছিটকে পড়েছিলেন।


অস্ট্রেলিয়ার পেসার নাথান কুল্টার নাইলের বদলি হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দেয়া ডেল স্টেইনকেও মাত্র দুই ম্যাচ খেলে ইনজুরি নিয়ে দেশে ফিরে যেতে হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball