বিশ্বকাপ জেতা অসম্ভব নয়ঃ মুস্তাফিজ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ জেতা অসম্ভব কিছু নয় বলে বিশ্বাস করেন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাঁর মতে, নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখলে ক্রিকেটে যে কোন কিছুই করা সম্ভব।
২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল এবং গত এশিয়া কাপে ফাইনাল খেলে নিজেদের সামর্থ্য দেখিয়েছে টাইগাররা। তাই আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপও জেতা অসাধ্য কিছু নয় বাংলাদেশের জন্য।
বিশ্বকাপের অভিজ্ঞতা প্রথমবারের মতো নিতে যাওয়া মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেটে এর আগেই নিজের নাম ছড়িয়ে দিয়েছেন। নিজের বোলিং সামর্থ্য দেখিয়েছেন ইংলিশ কাউন্টি, পিএসএল, আইপিএলের মতো বিশ্বমানের টুর্নামেন্টে। বলে হাতে দুর্দান্ত বোলিং করে ২০১৬ সালের আইপিএল জিতিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদকে।

বাংলাদেশ দলের হয়েও বিশ্বকাপ জিততে প্রস্তুত তিনি। শুধু মাত্র নিজের সামর্থ্যে বিশ্বাস রেখে নিয়ন্ত্রিত বোলিং করে যেতে চান এই পেসার। দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন,
'ক্রিকেট খেলাটাই রহস্যময়। অনেকেই অনেকভাবে বলে, আমি বলি যে ‘গোল’ বলের বিশ্বাস নাই। বলের নিয়ন্ত্রণ যদি আমাদের হাতে থাকে তাহলে অনেক কিছুই সম্ভব। আর আরেকটা সত্যি কথা হলো ক্রিকেটে অসম্ভব বলে এখন আর তেমন কিছুই নেই। তাই বিশ্বকাপ জেতাও অসম্ভব কিছু না।'
আয়ারল্যান্ডের মাটিতে সিরিজ খেলার মাধ্যমে নিজেদের প্রস্তুতি সম্পর্কে ভালো ধারণা পাওয়া সম্ভব হবে, বিশ্বাস করেন মুস্তাফিজ। আর সেই কারণে এই সফরটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি। সফরটিতে ছন্দে থাকার লক্ষ্য নিয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন,
'বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলতে হবে। সেখানেই বুঝা যাবে কতটা প্রস্তুত হতে পেরেছি। আর একটা বিষয় হলো আয়ারল্যান্ড সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানেই বলতে গেলে বিশ্বকাপের জন্য আমাদের চূড়ান্ত প্রস্তুতির সুযোগ। যদি সেখানে ভালো করতে পারি তাহলে সেটি ইংল্যান্ড বিশ্বকাপে কাজে দিবে। এটাই আমার প্রাথমিক লক্ষ্য। ত্রিদেশীয় সিরিজে ভাল করার চেষ্টা থাকবে যদি সেখানে ছন্দে থাকি তাহলে বিশ্বকাপটা আমাদের জন্য সহজ হবে।'
উল্লেখ্য আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের প্রথম ম্যাচটি উইন্ডিজদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ৭ই মে ক্লোনটার্ফে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল।